উত্তম চৌধুরী

0
100


উত্তম চৌধুরী

সত্তর দশকের শেষে কবিতা লেখার শুরু
প্রকাশিত বই ১৪ টি
সম্পাদিত পত্রিকা: দৃশ্যমুখ
পেশা: শিক্ষকতা
বসবাস আলিপুরদুয়ারে 

প্রতিভার মুদ্রাগুলো

বুকের পাঁজর থেকে শীতল বরফ সরিয়ে দিই,
উষ্ণতা জমা থাক হৃদয়ের গভীর দেরাজে।

কাজে কি অকাজে খুব খরচ করেছ
সকালের আলোয় বেড়ে ওঠা প্রতিভার মুদ্রাগুলো।

চালচুলোহীন মাঠকে ডেকে বলছ, চলো।
অথচ তুমি ও সে পাথর আর নদীর গাঢ় সমার্থক।

এখন চোখ থেকে নেমে আসছে ক্ষোভ,
ক্ষোভ থেকে ঝড়ের প্রতিক্ষণ
আর ঝড় থেকে রাগান্বিত বীজ;
আর দিকে দিকে ছড়িয়ে পড়ছে কামিজ খুলে
খোলা রাত্রির নাভির মতো।

ছোটাই

উৎসমুখে যাই
রঙিন উদ্যমে।

বৃথাই ঘুরেছি মোহনায়
সময়ের রাঙা সৈকতে।

বাতাসের হাতে ওড়ে
বাগাড়ম্বর, বিপজ্জনক সেতু।

যেহেতু বিরোধাভাস রয়েছে মাথায়
যেহেতু সামনে এসেও ফিরে যায়
সুযোগের মুখ…
নিম্নমুখী রাখি না দু’চোখ
কাঁটাঝোপ পার করে ওদেরে ছোটাই
উত্তুঙ্গ গ্রামে।

পারদর্শীকে

পারদর্শী জেনেছে অনেক। তবু দ্যাখো,
দিদৃক্ষায় উঠে আসে অন্ধকার ঢেউ।
উঠোনের ঘাস ঘেঁষে জমে ওঠে ধুলো।
বালিপথ, ভুল পথে ফিরে যাচ্ছে কেউ।