অস্তিত্ব: অরুণিমা

0
42

আমরা এখন এমনই অপরিচিত
একে অপরের অনেকটা ভাল করব বলে
সিদ্ধান্ত নিয়েছি “কুছ না কহো” ।
অথচ নিজের শ্বাস প্রশ্বাসে শহরের বৃষ্টি থেকে ফুল
অথবা দূষণের শ্বাসরুদ্ধতা থেকে মৃতমিছিল গন্ধেও
বুঝতে পারি সাথে থেকে যাওয়া।
কখনও বকুল কখনও ছাতিম
কখনও ভোর অথবা কুমকুম সন্ধ্যা
বুঝতে পারি ছুঁয়ে যাচ্ছে একই হাওয়া।
পবিত্র নাকি পাপ
আড়াল নাকি উন্মুক্ত
কাছে নাকি দূরে
নিজেরই প্রশ্ন প্রতিধ্বনি হয়ে ফিরলে
একাকার হয়ে যায় বাস্তবিক দূরত্ব,
প্রেমের ঐশ্বরিক অনুভূতি আর প্রশ্নের উত্তর।
আকাশ মাটি, সকাল সন্ধ্যের সংযোগস্থলে দাঁড়িয়ে
সব জাগতিক বাধানিষেধ আর প্রশ্নকে
উত্তর না দিয়ে শুধাই প্রশ্ন,
সমর্পণ কাকে বলে জানো?