পাতা ঝরার পরের শব্দ: অয়ন ঘোষ

0
421

আকাশ অংশত
বাকিটা না হয় রইল উহ্য

ইচ্ছেমত শব্দ রেখো
অথবা চুপচাপ

সাবধানে চলাফেরা কোরো
দৃষ্টির তীক্ষ্মতা মাছের চোখের মত ক্লান্ত
কোন বাণে বিঁধবে তাকে?

শীতকাল ফিরে এলো
ভাস্করের পাতায় পাতায়
তারপর কিছু সূত্র অথবা সমীকরণ
শুধু মনে রেখো
যে পাতা ঝরল অতর্কিতে
তার আর পুনর্জন্ম নেই
যে আসবে সে নতুন কেউ!