হ্যাঁ রে মেয়ে: ভাস্কর চট্টোপাধ্যায় 

0
225

এই দেখ মেয়ে, সামনে দেখ তাকিয়ে —
কি হ’লো, মিললো কথা ?
এবার বল তবে বুকে হাত রেখে সত্যি কথা
কবিতার সব কথা মিলে গেলো তো !
প্রথমটায় শুধুই করেছিলি অবিশ্বাস
আর আমি, বলেছিলাম তো —
জাদু আছে জাদু, দেখিয়ে ছাড়বো
দেখ তাকিয়ে, দরজা খুলে গেলো তো —
নে মেয়ে উঁকি দিয়ে দেখ ভিতরে
কী সুন্দর ঘরটা দেখ,
কতো সুন্দর ভরাট অলঙ্কারে !
ঘরে ঢুকে দেখ, আরেক দরজা খোলা
পরের, তারও পরের, আরও পরের সব ঘর
কতো না সুন্দর তাল ছন্দে সব ভরা !
হাজারদুয়ারী এই বাড়ির নামই কবিতা
হ্যাঁ রে মেয়ে, কি হলো, মিললো কথা?