কলকাতা: দীপঙ্কর দাশগুপ্ত

0
271

তোমায় দিলাম পদ্মনাভ ভোরের
আকুল-বিকুল শিউলি ফুলের ঝরা,
তোমায় দিলাম অন্তরঙ্গ ঘোরের
রক্ষাকবচ। পাখির রাতচরা
দেখাক তোমায় তাদের বুকের ক্ষত
গোলাপকাঁটায়,যে যন্ত্রণায় গানের
গভীরতায় অরণ্যময় যত
বৃষ্টি ঝরায় ছন্ন অভিমানে।

তোমায় দিলাম মন খারাপের গলি,
বিকেল বেলার মেঘলা প্রতিশ্রুতি,
যখন তোমায় মনের কথা বলি
বোঝো আমার সমগ্র বিচ্যুতি?
ঢের দিয়েছ এতেই বোঝাই খাতা
স্বভূমি আজ প্রাচীর দিয়ে ঘেরা
তবুও ডাকো অবাধ্য কলকাতা!
হৃদয় যখন পাঁচ শরিকের ডেরা।