ডাক: কনক মণ্ডল

0
93

নির্জন জন্মভিটেয় কে বাজায় বাঁশি!

পাখি ডাকে, মামি ডাকে

আমার জীবন ডাক উপেক্ষা করেনি।
পুবের তেঁতুল গাছ ডাকে,
বলে, ‘শোনো, পোড়ো রান্নাঘরে
চন্দ্র ভেদ করে।’

চাঁদের কিনারা ঘেঁষে
নেমে আসে কবুতর,
হোগলা বনে জোঁক।

ফ্যানা ভাত ডাকে কেন?
বহুদিন খাওয়া হয়নি।
শীত এসে গেল
ব্যর্থ হব কি এবারও!

জন্ম ভিটে ডেকে চলে
কেউ নেই বুঝি।
মাটি কি নরম হল?
সে কৃষ্ণমৃত্তিকা
রক্ত মেখে প্রতীক্ষায়।
তাকে আনো, তুলে আনো
আমার শরীরে দাও
ঘাস জন্মাতে থাকুক
অন্তরে অন্তরে।