আলো: মলয় গোস্বামী

0
170

আকাশ সংযত হয়ে নেমে এলো ছাদে

অপার মহিমা দেখি ছড়িয়ে রয়েছে

মহিমা শব্দের যত আলো
তাও এসে এখানে ছড়ালো…

শুধু ভাবি— জীবন কি ভরা শুধু বিষে

সামনের ভেজা কার্নিশে কনুই নামিয়ে রেখে
দূরান্তরে তাকিয়ে থাকার পর ভাবি
এখানে বাবার পাশে মা-ও যেন আছে

আকাশ রয়েছে তার কাছে৷