অথবা প্রেম, অথবা প্রত্যাখ্যান: সমিধশংকর চক্রবর্তী

0
780

শোকের কাছ ঘেঁষে অতীত নদীরা থেমে যায়

আঘাত ছোঁয়াচ পেলে ভেঙে যাবে মেঘেদের বাড়ি—
সেও বুঝি জল হবে, ধুলো হবে তুচ্ছ শরীর;
খাঁচারা বদলে যাবে প্রতি জন্ম-অধ্যায় শেষে।

কারা যে বসেছে এসে নির্বাক সময়ের কাছে একা
মানুষের অন্ধকারে ঘুম আনে সমস্ত মৃতস্বর,
প্রহরের অপেক্ষা শুধু— এই বুঝি সাঙ্গ হবে খেলা
কীভাবে নিভে যাবে তারাদের সাবেক উৎসব।

স্রোতেরা দেখেছে সব— অসম যুদ্ধের দিনলিপি,
বাতিল জাহাজের মতো নিবিষ্ট এভাবে পড়ে থাকা—
জরার অভ্যেস তার চিরদিন এমনই সহজাত।