রূপকথা সিরিজ থেকে: সুবীর সরকার

0
358

হাঁসের ডানার ছায়ায় কেমন রহস্যময় মনে হয় সবকিছু।এই মাঠ প্রান্তরের ভেতর ধান লুকিয়ে
রাখছে ইঁদুর।নদীতে ভেসে আসা কাঠের বন্দুক।
ঘোড়া হারানো সেই বিষন্ন জোতদারের কথা খুব মনে
পড়ে
সূত্র বলতে তো জীবনের গল্প।
একটু চোখের জলের আড়াল চাই।
তালের পাখার বাতাস চাই।
জোড়া পুকুরের মাঝখান দিয়ে তোমার হেঁটে যাওয়া
আসলে তো ম্যাজিকের মত!
আর ফিরবে না হলুদ রঙের হ্যারিকেন।
ভরা হাটে উড়ে বেড়ানো জোকারের টুপি।
যদিও যে গানে মাহুত নেই সেই গান আমি শুনি
না