রাজপাট: সুস্মিতা বিশ্বাস

0
586

রাধার ছিল শতেক ঘোড়া, জিনপরানো
একলাপথে হাঁটছে তবু, রাজকুমারি
পথ পাথরে বেবাক তাকে ভুলিয়ে দিল
তারও আছে চকমেলানো রাজার বাড়ি।

কৃষ্ণকিশোর মাঠ চিনেছে ঘাট চেনেনি!
যে ঘাট বেয়ে নামছে সিঁড়ি রূপসায়রে
কে দিল তার বাঁশির বাতাস, চুম্বনে স্বাদ
কেউ কি জানে? রঙ-বেরঙে কুৎসা ওড়ে

আজকে যখন কৃষ্ণরাজের কলটি নড়ে,
মিথ্যে তাকে ‘ধর্ম’ নামে উঠছে ডেকে!
বাঁশির ফুঁয়ে দেশপ্রেমের ওড়ায় ধুলো
রাষ্ট্রনামক যন্ত্রটি তার কব্জা থেকে।

বৃন্দাবনের একলাকোণে, খুব নিঝুমে
এই পোড়াদেশ রাজার মেয়ের গল্প লেখে…