অভিষেক মল্লিক

7858
25355


অভিষেক মল্লিক

জন্ম ডুয়ার্সের অলিপুরদুয়ারে। কবিতা এবং গল্প। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি।

শিক্ষক

দেওয়ালঘড়িটা শব্দ করে দশটা বাজিয়ে ফের দম নেওয়া শুরু করল। কমলবাবু বারান্দার ইজি চেয়ারটায় বসে এখনো আকাশ দেখে যাচ্ছেন। এত বড় পরিসর, তার নিচে এত এত মানুষ, এত এত সমস্যা। নিজেকে আর নিজের পরিস্থিতিকে যেন ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে হলো ওনার। অন্তত এই মহা যজ্ঞানুষ্ঠানে ওনার বিপদে চোখ ফেলতে ঈশ্বরেরও আতস কাঁচের দরকার হবে বৈকি। না, যা করার করতে হবে নিজেকেই।

-‘খাবে না? নাকি বউ চলে যাচ্ছে দেখে মদ, মেয়েছেলে ধরবে এবারে?’ সরলাদেবী গলা খাকরি দিয়ে উঠলেন।
এক বিন্দু রাগ হলো না কমলবাবুর। কিংবা হয়তো খানিকটা হল, কিন্তু কাল যে চলে যাবে তার ওপর খামোকা এক বেলার রাগ করে লাভ কি?

তিনি শান্ত স্বরে বললেন,-‘আচ্ছা একটা কথা বলোতো সরলা, শশুরমশাই বিলাস বাবুকে মানতে পারলেন না কেন? মানলাম তিনি ভীরু, কাপুরুষ। কিন্তু তার চরিত্রের সেই দিক তো তখনও ফুটে ওঠেনি।’
সরলাদেবীর তপ্ত মন যেন খানিক জলবিন্দু পেল। দৃষ্টি চিন্তার কাঁধে চেপে চলে গেল অতীতে।

স্থির চাউনি রেখে বললেন,-‘বাবার এই এক দোষ ছিল জানো, কাউকে চট করে বিশ্বাস করতে পারতেন না। বিলাস সেনের কথা আমি প্রথম থেকেই বাবাকে বলেছিলাম। গোড়াতে সব শুনে বাবা সেরকম অমত দেন নি। কিন্তু ওই, খোঁজ খবর নিলেন। কোথা থেকে কি শুনে এসে বললেন ছেলে ভালো নয়। আর ওইদিনই তোমার খোঁজও নিয়ে আসলেন, আমাকে খুশি করার জন্য। ব্যাস। দুয়ে দুয়ে চার হয়ে গেল। তড়িঘড়ি বিয়ে।’

-‘আচ্ছা তখন কি তুমি টের….?’ বলতে গিয়ে একটু অস্বস্তি বোধ করলেন কমলবাবু।
-‘হ্যাঁ, দু মাস হচ্ছিল না। আমি ছুটে গেলাম বিলাসের কাছে। ও দেখে নিশ্চিত করলো।’
-‘আর তুমি সেটা কাউকে বললে না। দিব্বি আমার সঙ্গে গাঁট বেঁধে ফেললে? বিলাস কে জোর করলে না কেন তখন?’
-‘বলেছি। বহুবার দেখা করে বলেছি। কিন্তু শেষদিন আমাকে বললো বাচ্চাটাকে নষ্ট করে দিতে। ও আসলে তখন তৈরি ছিল না। ওর নতুন হাসপাতাল খোলা নিয়ে দিন রাত মেতে থাকতো।’ সরলা দেবী যেন নিজেকে নিজেই বোঝালেন।

-‘বাহ। এই না পুরুষের মতো ভাবনা। আর তোমরা মেয়েরা সরলা…., তোমাদের এমনি অবলা বলে না লোকে। বিলাসবাবু না করে দিলো, আর তুমি মেনে নিলে। প্রতিবাদ আর উচ্চস্বরটা কি শুধু আমার জন্যই?’
কমল বাবু যেন আক্ষেপের রসে ডুবে গেলেন গলা পর্যন্ত। হায় রে সমাজ।

-‘আমি ওকে ভালোবাসতাম….. ইয়ে মনে, এখনো বাসি। ভালোবাসার মানুষকে ওভাবে বলা যায় না।’
-‘শাসনটাও করতে হয় সরলা। নইলে আমাদের মতো লোকের যে বড় অসুবিধা হয়ে পড়ে।’

ডাক্তার বিলাস সেন কে খুঁজে পেতে বেগ পেতে হয় নি শিক্ষক কমলেশ্বর ব্যানার্জির। ডাক্তারদের যেমন নীতিবদ্ধ হয়ে থাকতে হয় রোগীর সেবায়, একজন শিক্ষক ও তেমনি নিজের অজান্তেই বেত নিয়ে ঘুরে বেড়ান অন্যায়ের চারিধারে। আর সেই শাসনের তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে বিলাসবাবু নিয়ে চলে গেলেন সরলাদেবীকে।
বিকেল গড়িয়ে এসেছে প্রায়। সূর্য লাল আভা ঢেলে দিয়েছে শ্মশানের বা দিক দিয়ে বয়ে যাওয়া নদীটায়। কিছুদিনের মধ্যেই ফাঁকা পেট আর কোল নিয়ে ফিরে আসতে হয়েছিল সরলাদেবীকে। বিলাস সেনের পাশবিক চক্রটাও দৃশ্যমান হয়ে খণ্ডন করেছিল সরলাদেবীর অন্ধ বিশ্বাস।
মঞ্চ প্রস্তুত। চিতায় উঠলেন সরলাদেবী।

আগাছার মতো আগুন ক্রমশ জড়িয়ে ধরলো শরীর। তলপেটের কাছাকাছি আসতেই, বুক টা কেঁপে উঠলো কমলবাবুর। জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বাঁ দিকের কিডনিটা। গত বছর শীতে দিতে হয়েছিল যন্ত্রটা। স্ত্রীর শরীরে ওনার দেওয়া এক এবং একমাত্র অংশ। এই পৃথিবীর শিক্ষকরা ভালোবাসেন, ক্ষমা করেন। কিন্তু ভুল হলে শাস্তি দিতে ভোলেন না।

7858 COMMENTS

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.|

  2. You’re so interesting! I don’t believe I’ve truly read a single thing like this before. So good to find somebody with some unique thoughts on this topic. Seriously.. thanks for starting this up. This website is something that is needed on the internet, someone with a bit of originality!|

  3. Heya i am for the first time here. I found this board and I in finding It really helpful & it helped me out much. I am hoping to offer something again and help others like you aided me.|

  4. I’m not sure where you’re getting your information, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for wonderful information I was looking for this information for my mission.|

  5. Heya i’m for the primary time here. I came across this board and I to find It really helpful & it helped me out much. I hope to provide one thing back and help others like you aided me.

  6. I am curious to find out what blog system you are working with? I’m experiencing some minor security issues with my latest website and I’d like to find something more safe. Do you have any suggestions?