অনিকেত মহাপাত্র

4241
10787


ভারভারা রাও | জন্ম ১৯৪০ সালের ৩ নভেম্বর

ভারভারা রাও একজন সমাজকর্মী, প্রখ্যাত কবি, সাংবাদিক, সাহিত্য সমালোচক এবং সুবক্তা। ১৯৪০ সালের ৩ নভেম্বর তেলেঙ্গানায় তাঁর জন্ম। তাঁকে তেলেগু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচক বলে মনে করা হয়। বিগত প্রায় ষাট বছর ধরে তিনি কবিতা লিখে চলেছেন। এখানে অনুদিত ‘মেধা’ কবিতাটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কেন্দ্রীয় সরকারের চক্রান্তে এই মুহূর্তে কারাবন্দি কবি। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার বহু মানুষ।

ভাষান্তর | শ্যামশ্রী রায় কর্মকার

মেধা

ভাগ্যবান

তুমি ধনীর ঘরে জন্মেছ
তোমার ভাষায় বলতে গেলে
‘রূপোর চামচ মুখে জন্ম তোমার’

তোমার বিপ্লব নির্মাণ
আমাদের যন্ত্রণা পাশবিক
তুমি বুদ্ধিমান
বাসের জানলাও তুমি শৈল্পিক ভাবে ভাঙতে পার
নিখুঁত আকৃতি

সূর্যের রশ্মির মতো সামঞ্জস্য তাতে

তুমি চাকার হাওয়া বার করে দিতে পার
শিল্পীর দক্ষতায়
রাইফেলের কুঁদোর ওপরে থুতনি রেখে
পুলিশ তোমাকে প্রশ্রয়ের চোখে দেখে

তুমি রাখি বাঁধতে পার

এমনকি
পুলিশ স্টেশনের
অন্ধকারতম চেম্বারেও
তুমি বিনাটিকিটে বাসে চড়ো
না না
পয়সা নেই বলে নয়
এসব তো প্রতিবাদ, বাস্তবিক

এই সুন্দর রাস্তাঘাট
সবই তো তোমাদের
সে তুমি ‘রাস্তা রোকো’ই কর
কিম্বা ‘মেধা বাঁচাও’ এর টিকিট সেঁটে গাড়িই চালাও

আমরা খালি পায়ে হাঁটি
ঘামের দুর্গন্ধওয়ালা রোড রোলার সব
হ্যাঁ, আমরা রাস্তা বানাই। তাতে কী হয়েছে?
প্ল্যান তো তোমাদের
কন্ট্র‍্যাক্টের প্রশংসাটুকুও তোমাদেরই প্রাপ্য

উল্লাসের সেই ষাট দিন, তুরীয় আনন্দ যেন
যখন তোমার ছোট্ট সোনামণিরা
তাদের বেপরোয়া বন্ধু-বান্ধবেরা
সে কী আনন্দময় তাণ্ডব আমাদের

সক্কলে খুশি
অভিভাবকেরা, তাদের অভিভাবকেরা
ভাইবোনেরা
এমনকি চাকরবাকরেরাও
আর খবরের কাগজগুলো?
ওহ! তারা তো
যাকে বলে একেবারে শিহরিত

ছেলেরা আর মেয়েরা
হাতে হাত ধরে
মৃত মেধা আর ভাঙাচোরা ভবিষ্যতের
প্রতিবাদে
পিকনিকে চলেছে
ওঃ বন্ধু!
দারুণ বীরত্বের কথা

মেধার প্রতিযোগিতায়
তোমরা হলে দূরপাল্লার দৌড়বিদ
আমরা, বেচারা কচ্ছপেরা
তোমাদের পাশে পাশে দৌড়াতে পারি কি?

যদি
তুমি চিক্কদপল্লীতে কোনো চেয়ারের দাস হও
সিনেমাহলে বাদাম বিক্রি কর
কোঠাবাড়ির পাড়ায় জুতো পালিশ কর
তাঙ্কবুন্দের পথে গাড়ি আটকে দিয়ে
আন্দোলনের চাঁদা চাও

তাহলে বলা ভালো, যে
খবরের কাগজের লোকেদেরই মেধা বস্তুটা আছে
ওদের ক্যামেরা ভালোবেসে ছবি তোলে
ওদের কলম উত্তেজনায় চিৎকার করে বলে
“কী ঝকঝকে যৌবন! ”

আমাদের ইতরের মতো চেহারা, আমরা ব্যর্থ মানুষ
মৃত পশুর দুর্গন্ধের মধ্যে বসে
আমরা জুতো বানাই
নিজের রক্ত দিয়ে রঙিন করে তুলি
নিভে আসা চোখের আলোয়
পালিশ করি

যাইহোক
আচ্ছা! অন্য কেউ জুতো পালিশ করে দিলে
পালিশটা বেশ অন্যরকম দেখায়
তাই না?

আমরা তোমাদের আবর্জনা সাফ করি
রাতের ক্লেদ মাথায় করে নিয়ে যাই
তোমাদের ঘর সাফ করতে করতে
তোমাদের সুগন্ধি দেহের মতো চকচকে করে তুলতে তুলতে
আমাদের শরীর ভেঙে আসে

ঝাড়ু দিতে দিতে, মুছতে মুছতে আমাদের হাত ঝাড়ু হয়ে যায়
ঘাম জল হয়ে যায়
রক্ত ফিনাইল
ওই কাপড় কাচার পাউডার আমাদের গুঁড়ো গুঁড়ো হাড়
কিন্তু এসবই তো কায়িক শ্রম
এতে মেধার কী আছে?
দক্ষতার?

টানটান করে গোঁজা শার্ট আর মিনিস্কার্টে
জিন্স আর হাইহিলে
এই সিমেন্টের রাস্তায়
যদি এক আধবার হাসিমুখে ঝাড়ু দিয়ে ফেল,
সে তো আকাশবাণীর স্কুপ
দূরদর্শনে চোখধাঁধানো প্রোগ্রাম

আমরা রিক্সাওয়ালা
কুলি, ঠেলাগাড়িওয়ালা
পাতি দোকানদার
নিচুতলার কেরানি

আমরা
এমন হতভাগী মা
যে সন্তান খিদেয় কামড়ে দিলে
একফোঁটা দুধও দিতে পারে না

আমরা হাসপাতালে লাইন দিয়ে দাঁড়াই
রক্ত বেচে খাবার কিনি

কিন্তু
এতে তো কেবল দরিদ্র‍্য আর খিদের গন্ধ
তোমাদের রক্তদান শিবিরের মতো
দেশাত্মবোধের স্বাদগন্ধ
পাব কোথায়?

তোমরা যাই কর না কেন
ঝাড়ু লাগাও, জুতো পালিশ কর
রেলস্টেশনে মোট বও
কিম্বা বাসস্ট্যান্ডে
ঠেলাগাড়ি করে ফলটল বিক্রি কর
ফুটপাতে চায়ের দোকান দাও
‘মেধা বাঁচাও’ প্ল্যাকার্ড হাতে
মিছিল বের কর
আর চিবিয়ে চিবিয়ে কনভেন্টের ইংরেজি বুলি আওড়াও

আমরা জানি
তোমরা আসলে আমাদের দেখাতে চাও
যে আমাদের কাজ সবাই করতে পারে
এসব করে তোমাদের মতো মেধাবীদের সঙ্গে পাল্লা দেওয়া যায় না

শিফন শাড়ি, চুড়িদারের ওপর
সাদা কোট, কালো ব্যাজ
বুকে ঝুলতে থাকা স্টেথো (স্টেথোস্কোপ)
পাশে ‘মেধা বাঁচাও’ স্টিকার
যখন দপ্তরের সামনে দিয়ে হেঁটে গেলে
স্বর্গের ডানা যেন
তোমাদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে
আর আমাদের মধ্যে যারা বারোহাজার ছাড়িয়েছে
সংরক্ষণের যে আদেশ
সে কি শুধুই স্বপ্নভঙ্গ? স্বর্গের ভিত নড়ে যাওয়া?
সে তো টুকরোটুকরো রামধনু

তোমার আন্দোলন
ন্যায়ের পক্ষে
এজন্যই তো
স্বর্গের মাটিতে
দেবতারা অমৃতের জন্য এতো লালায়িত ছিলো

যে মুহূর্তে
তুমি জেল ভরার ডাক দিলে
সাংবাদিক বৈঠকে
আমরা ছিটকে গেলাম
ব্যারাক থেকে
পূতিগন্ধময় নরকে
দারুণ ভাবে স্বাগত জানানো হয়েছিল আমাদের
লাল কার্পেট বিছানো হয়েছিল
(‘লাল’ আসলে শুধুই একটি রুপক, যারা বিছায়, তারাও এই রঙকে ভয় পায়)

আমরা আশা নিয়ে অপেক্ষায় ছিলাম
তোমার পবিত্র পদধূলি
শুধু দেশকেই নয়
দেশের জেলকেও ধন্য করবে

কী বোকামি, তাই না!
চূড়ান্ত মেধাবী
দেশের সোনালি স্বপ্নের
ভবিষ্যৎ
এই চোরের নরকে
খুনি ও বিধ্বংসী মানুষের নরকে
কীভাবে আসতে পারে তারা?

ওই অনুষ্ঠানবাড়িগুলো
যেখানে ধনীদের বিয়েশাদি হয় আরকি
সেগুলোই তোমাদের জেলখানা
আমরা কাগজে পড়ি, মজা পাই

আমাদের সংগ্রাম সারাজীবনের, শেষদিন পর্যন্ত
কিন্তু তোমাদেরটা হল ঐশ্বর্যের সমারোহ, বিয়েবাড়ির মতো
যদি অসুখীও হও
সে অনেকটা দাম্পত্যে টানাপোড়েনের মতো
যদি আসবাব পোড়াও
সেও তো আতশবাজি
যদি ‘বন্ধ’ পালন কর
আসলে সেদিন বাড়িওয়ালার মেয়ের বিয়ে আছে

ভাগ্যবান
তোমার মেধার মৃতদেহ
বড়রাস্তা দিয়ে হেঁটে যায়
পবিত্র মন্ত্রোচ্চারণের আবহে
চৌরাস্তায় পোড়ানো হয় তাকে

কিন্তু মেধার মৃত্যু নেই
তাই
তুমি সৃষ্টিশীলভাবে রূপক মিছিল সাজাও
শোকের প্রহসন করো
আমাদের
খুন হয়ে যাওয়া কিম্বা মরে যাওয়ার মধ্যে
কোনো মেধা নেই

আমরা মরি
খিদে কিম্বা রোগব্যধি নিয়ে
পরিশ্রম করতে করতে, কিম্বা অপরাধ
লকআপে কিম্বা এনকাউন্টারে
(মেধাবীরা কোনোদিন মানবে না যে অসাম্য হিংসারই আরেক নাম)

আমাদের ছুঁড়ে ফেলা হবে
রাস্তায়
নোংরা গহ্বরে
ধূলোর পাহাড়ে
অন্ধকার বনের ভিতরে

আমরা ছাই হয়ে যাব
চিহ্নবিহীন
কোনো পাহাড়চূড়া থেকে, গহ্বর থেকে
আমরা হারিয়ে ফেলব
জন্ম, মৃত্যু
জনগণনার পরিসংখ্যান ছাড়া
দেশের অগ্রগতিতে
এসবের কী বা প্রয়োজন?

আমরা জন্মাই
মৃত্যুতে বিলীন হয়ে যাই
দারিদ্র্যে, দারিদ্র্যের কারণে
তুমি অবতীর্ণ হও
ধর্মের সংকটে
কাজ শেষ হলে
ত্যাগ কর অপ্রয়োজনীয় অবতার
তুমিই তো সেই সূত্রধার

তুমি ভাগ্যবান
তুমি মেধার আকর।

4241 COMMENTS

  1. Greetings! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My weblog looks weird when viewing from my apple iphone. I’m trying to find a theme or plugin that might be able to resolve this issue. If you have any suggestions, please share. Thank you!|

  2. It’s actually a cool and helpful piece of info. I am glad that you simply shared this helpful information with us. Please stay us informed like this. Thanks for sharing.|

  3. I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly very often inside case you shield this increase.|

  4. This is very interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your great post. Also, I have shared your website in my social networks!|

  5. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complicated and very broad for me. I am looking forward for your next post, I will try to get the hang of it!|

  6. Magnificent goods from you, man. I have understand your stuff previous to and you are just extremely magnificent. I really like what you have acquired here, certainly like what you are stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it sensible. I can not wait to read far more from you. This is really a great website.|

  7. I don’t even know the way I ended up here, however I assumed this publish used to be good. I don’t realize who you are however definitely you are going to a famous blogger when you aren’t already. Cheers!|

  8. What’s Taking place i am new to this, I stumbled upon this I’ve discovered It absolutely useful and it has helped me out loads. I hope to give a contribution & help different customers like its helped me. Good job.|

  9. you are truly a good webmaster. The site loading speed is incredible. It sort of feels that you are doing any unique trick. In addition, The contents are masterwork. you’ve done a excellent job on this subject!|

  10. I have been browsing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. In my opinion, if all site owners and bloggers made good content as you did, the web will be much more useful than ever before.|

  11. Heya i am for the primary time here. I found this board and I to find It really useful & it helped me out a
    lot. I’m hoping to give something back and aid others like
    you aided me.

  12. Its such as you read my thoughts! You seem to grasp a lot about this, like you wrote the guide in it
    or something. I feel that you can do with some p.c.
    to power the message house a little bit, however other than that, this is wonderful blog.
    A fantastic read. I will certainly be back.

  13. Having read this I believed it was very informative. I appreciate you finding the time and energy to
    put this content together. I once again find myself personally
    spending a lot of time both reading and posting comments.

    But so what, it was still worth it!

  14. An impressive share! I have just forwarded this onto a co-worker
    who has been conducting a little homework on this.

    And he in fact bought me breakfast due to the fact that
    I stumbled upon it for him… lol. So allow me to reword
    this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to talk about this
    subject here on your site.

  15. Fantastic goods from you, man. I’ve understand your stuff previous to and you are just too wonderful.
    I really like what you have acquired here, certainly like what you are stating and the way in which
    you say it. You make it entertaining and you
    still take care of to keep it wise. I can’t wait to read much more from you.
    This is really a tremendous web site.

  16. Great blog here! Additionally your site rather a lot up very fast!
    What web host are you the use of? Can I am getting your associate link for your host?
    I want my website loaded up as quickly as yours lol

  17. You actually make it seem so easy along with your presentation but I to find this topic to be actually one thing which I believe I’d never understand.

    It seems too complicated and extremely wide for me. I’m looking ahead on your subsequent post,
    I will attempt to get the grasp of it!

  18. Hello to every body, it’s my first pay a quick visit of this webpage; this blog contains awesome and genuinely excellent data in favor of visitors.

  19. Outstanding post but I was wanting to know if you could write a litte more on this subject?
    I’d be very thankful if you could elaborate a little bit further.
    Cheers!

  20. Whats up very nice web site!! Guy .. Excellent .. Superb .. I will bookmark your site and take the feeds additionallyKI’m satisfied to find a lot of helpful information right here in the put up, we need develop more techniques on this regard, thanks for sharing. . . . . .

  21. This design is incredible! You most certainly know how to keep a reader
    amused. Between your wit and your videos, I was almost moved to start my
    own blog (well, almost…HaHa!) Great job. I really loved what you had to
    say, and more than that, how you presented it.
    Too cool!

  22. Hello there, I found your website via Google even as looking
    for a similar matter, your site came up, it seems to be
    great. I have bookmarked it in my google bookmarks.

    Hi there, simply turned into aware of your blog via Google, and found that it is really informative.
    I am going to watch out for brussels. I’ll be grateful in case you continue this in future.
    Many other people shall be benefited from your writing.
    Cheers!

  23. Do you have a spam problem on this website;
    I also am a blogger, and I was curious about your situation;
    many of us have developed some nice methods and we are looking to trade methods with others, be
    sure to shoot me an email if interested.

  24. I really like what you guys are usually up too.
    This sort of clever work and reporting! Keep up the excellent works guys I’ve included you guys to blogroll.

  25. Your style is really unique compared to other people I’ve read stuff from.
    Thank you for posting when you’ve got the opportunity, Guess I will just
    bookmark this page.

  26. This is the perfect blog for anyone who wants to find
    out about this topic. You realize so much its almost hard to argue
    with you (not that I actually will need to…HaHa). You certainly put a new spin on a subject that has been written about for decades.
    Wonderful stuff, just great!

  27. I have been browsing on-line greater than three hours as of
    late, but I never discovered any attention-grabbing article like yours.
    It’s beautiful worth enough for me. Personally, if all web owners and bloggers made just right content as you probably did,
    the web will be much more useful than ever before.

  28. great put up, very informative. I wonder why the other experts of this sector do not notice this. You should proceed your writing. I am confident, you’ve a great readers’ base already!

  29. Thanks a bunch for sharing this with all people you actually understand
    what you’re speaking about! Bookmarked. Kindly additionally seek advice from my web site
    =). We could have a hyperlink alternate contract
    among us

  30. whoah this weblog is wonderful i like studying your articles.
    Keep up the good work! You recognize, a lot
    of persons are hunting round for this info, you can help them greatly.