কাঠের ভাষা: অগ্নি রায়

0
45


আনারকলিকে ঘিরে গাথা হচ্ছে পাথর
সেলিমের কথা বলতে গিয়ে বারবার
ধরে আসছে বাবার গলা আর ঘুমের মধ্যে
তলানি হয়ে যেতে যেতে বাদশাহের নির্দেশ
মিশে গেল লতা মঙ্গেশকরের রেকর্ডে


ঘোরানো সিঁড়ি দিয়ে একে একে নেমে যাচ্ছে
বিষণ্ণ জোকারেরা
শীতে শাস্তি পাওয়া ছেলেদের কথা ভেবে
আর ফিরবে না তারা
শুধু মরচে পড়বে উৎসব


শেষপর্যন্ত দ্বিচারিতাই থেকে যায়
বিশেষত এই পাখির উড়ে যাওয়া
সূর্যাস্তের সময়
যখন পাপের জন্যই
সময় কম পড়ে যাচ্ছে


একটা সিগারেটের কাছে
সব তাপ স্বীকার করে যাব,
দূরে তামাকগন্ধী মিনার যদি জাগে
তাকে বলে যেতে হবে সব কথা