মিতালি চক্রবর্তীর কবিতা

0
7765
Mitali Chakraborty

মিতালি চক্রবর্তী  (Mitali Chakraborty)

স্বপ্নসর্বস্ব

তারপর ভিন্নতা হাল ছেড়ে দূরে সরে যেতে চাইল
প্রিয় গান সুরের ভিতর রয়ে যাবে অনন্তকাল,
এমনটাই ঘটে গেল

পাতাবাহারের ফুল দৃষ্টিনন্দন হতে পারেনি,
প্রিয়তর হতে চেয়েছিল প্রাণপনে
নিরালম্ব গোপনে।

সমস্ত দিন কেটে যাওয়ার পর
অনাবিস্কৃত রাতটি জেগে ওঠে…
নতুন একটা দিন প্রসাধন সেরে ফেললেই তার ছুটি।

এইভাবে সমাহিত ঘুমের বিকল্পে উৎসাহিত আত্মরতির
অভিসার চলে আয়নায়।