অসমে কবিতার জগতে অতি পরিচিত নাম। ‘অচিনার অসুখ’, ‘টোপনির বাগিছা’, ‘স্বপ্নর রেলগাড়ি’, ‘নীলিম কুমারর নির্বাচিত কবিতা’, ‘কাইলৈর পরা আপোনাক ভাল পাম’ ইত্যাদি বই প্রকাশিত হয়েছে।
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ: বাসুদেব দাস
তার হৃদয়
উঁচু পাহাড়
মেঘ হয়ে আমি তাকে
ছুঁয়ে দেখি
কখনও বা তার শিলাময় বুকে ধাক্কা খেয়ে
পাহাড় গাছপালা মাঠ এবং ঘরগুলি ভিজিয়ে
আমি নেমে আসি।
মানুষেরা ভাবে বৃষ্টি
এই জন্যই সমুদ্র কখনও ঘুমোতে পারে না
সব সময় চাঁদ তারাদের সঙ্গে
তার বুকে স্নান করতে আসে
বাতাসও তার সঙ্গে ঘুমোতে চায়
মাছ এবং শামুকগুলিও
নৌকা এবং জাহাজগুলি
সিদূঁরবর্ণ করে তার বুক
কিন্তু সে প্রেমে পড়ে
শামুক কুড়িয়ে বেড়ানো সেই মেয়েটির
যে তার বুকে নামে না
এই জন্যই সমুদ্র কখনও ঘুমোতে পারে না