পৌষালী চক্রবর্তী

6491
54374


পৌষালী চক্রবর্তী

পেশায় রাজ্য সরকারের আমলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে গবেষক। নানা পত্রিকায় লিখে থাকেন। কবিতার বই: লিলিথ জন্মের আগে।

মেলা

উপমাসঙ্কুল পথ ধরে হাঁটতে বেরিয়েছি
সরলবর্গীয় বনভূমির দেশ
তোমাদের কাছে আশ্রয় দিও
কোনো এক সরীসৃপ বিকেল ঘেঁষে।

ট্রেন হকারের বিশ্রামের অবকাশে
আমি হাটে বাজারে মেলা বসাই
ঘুরচরকি হাতে ছেলে মেয়ে আসে
গলাগলি থেকে আচম্বিতে তাদের বিয়েও দিয়ে দি।

বিশ্বের পথে পথে তখন মুখ ফেরানোর আয়োজন

এমন খামখেয়ালিপনা কোনো প্রশ্রয় পায় না বলে

এই কবিতাটি লিখে আমি পাঠকের দরবারে আসি।

অনন্ত চিঠি

সূর্যাস্তের এই বেলাভূমি যেন খ্রিস্টজন্মের আগের
সীমাহীন মাঠে মানুষের প্রতীক্ষা
অমৃতের পুত্রের
গাছে গাছে এমন আলোকণা দেখলে নির্বাসন মনে পড়ে
আদম ও ইভের
কোথায় যাওয়ার ছিল
কোথায় এসেছি;

ডাকবাক্সে অনন্ত চিঠি
তবু মনখানি ভ্রুকুটিপ্রবণ।

6491 COMMENTS