সাসমিয়া হ্যামিলটন

8585
17796


ভারভারা রাও | জন্ম ১৯৪০ সালের ৩ নভেম্বর

ভারভারা রাও একজন সমাজকর্মী, প্রখ্যাত কবি, সাংবাদিক, সাহিত্য সমালোচক এবং সুবক্তা। ১৯৪০ সালের ৩ নভেম্বর তেলেঙ্গানায় তাঁর জন্ম। তাঁকে তেলেগু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচক বলে মনে করা হয়। বিগত প্রায় ষাট বছর ধরে তিনি কবিতা লিখে চলেছেন। এখানে অনুদিত ‘মেধা’ কবিতাটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কেন্দ্রীয় সরকারের চক্রান্তে এই মুহূর্তে কারাবন্দি কবি। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার বহু মানুষ।

ভাষান্তর | শ্যামশ্রী রায় কর্মকার

মেধা

ভাগ্যবান

তুমি ধনীর ঘরে জন্মেছ
তোমার ভাষায় বলতে গেলে
‘রূপোর চামচ মুখে জন্ম তোমার’

তোমার বিপ্লব নির্মাণ
আমাদের যন্ত্রণা পাশবিক
তুমি বুদ্ধিমান
বাসের জানলাও তুমি শৈল্পিক ভাবে ভাঙতে পার
নিখুঁত আকৃতি

সূর্যের রশ্মির মতো সামঞ্জস্য তাতে

তুমি চাকার হাওয়া বার করে দিতে পার
শিল্পীর দক্ষতায়
রাইফেলের কুঁদোর ওপরে থুতনি রেখে
পুলিশ তোমাকে প্রশ্রয়ের চোখে দেখে

তুমি রাখি বাঁধতে পার

এমনকি
পুলিশ স্টেশনের
অন্ধকারতম চেম্বারেও
তুমি বিনাটিকিটে বাসে চড়ো
না না
পয়সা নেই বলে নয়
এসব তো প্রতিবাদ, বাস্তবিক

এই সুন্দর রাস্তাঘাট
সবই তো তোমাদের
সে তুমি ‘রাস্তা রোকো’ই কর
কিম্বা ‘মেধা বাঁচাও’ এর টিকিট সেঁটে গাড়িই চালাও

আমরা খালি পায়ে হাঁটি
ঘামের দুর্গন্ধওয়ালা রোড রোলার সব
হ্যাঁ, আমরা রাস্তা বানাই। তাতে কী হয়েছে?
প্ল্যান তো তোমাদের
কন্ট্র‍্যাক্টের প্রশংসাটুকুও তোমাদেরই প্রাপ্য

উল্লাসের সেই ষাট দিন, তুরীয় আনন্দ যেন
যখন তোমার ছোট্ট সোনামণিরা
তাদের বেপরোয়া বন্ধু-বান্ধবেরা
সে কী আনন্দময় তাণ্ডব আমাদের

সক্কলে খুশি
অভিভাবকেরা, তাদের অভিভাবকেরা
ভাইবোনেরা
এমনকি চাকরবাকরেরাও
আর খবরের কাগজগুলো?
ওহ! তারা তো
যাকে বলে একেবারে শিহরিত

ছেলেরা আর মেয়েরা
হাতে হাত ধরে
মৃত মেধা আর ভাঙাচোরা ভবিষ্যতের
প্রতিবাদে
পিকনিকে চলেছে
ওঃ বন্ধু!
দারুণ বীরত্বের কথা

মেধার প্রতিযোগিতায়
তোমরা হলে দূরপাল্লার দৌড়বিদ
আমরা, বেচারা কচ্ছপেরা
তোমাদের পাশে পাশে দৌড়াতে পারি কি?

যদি
তুমি চিক্কদপল্লীতে কোনো চেয়ারের দাস হও
সিনেমাহলে বাদাম বিক্রি কর
কোঠাবাড়ির পাড়ায় জুতো পালিশ কর
তাঙ্কবুন্দের পথে গাড়ি আটকে দিয়ে
আন্দোলনের চাঁদা চাও

তাহলে বলা ভালো, যে
খবরের কাগজের লোকেদেরই মেধা বস্তুটা আছে
ওদের ক্যামেরা ভালোবেসে ছবি তোলে
ওদের কলম উত্তেজনায় চিৎকার করে বলে
“কী ঝকঝকে যৌবন! ”

আমাদের ইতরের মতো চেহারা, আমরা ব্যর্থ মানুষ
মৃত পশুর দুর্গন্ধের মধ্যে বসে
আমরা জুতো বানাই
নিজের রক্ত দিয়ে রঙিন করে তুলি
নিভে আসা চোখের আলোয়
পালিশ করি

যাইহোক
আচ্ছা! অন্য কেউ জুতো পালিশ করে দিলে
পালিশটা বেশ অন্যরকম দেখায়
তাই না?

আমরা তোমাদের আবর্জনা সাফ করি
রাতের ক্লেদ মাথায় করে নিয়ে যাই
তোমাদের ঘর সাফ করতে করতে
তোমাদের সুগন্ধি দেহের মতো চকচকে করে তুলতে তুলতে
আমাদের শরীর ভেঙে আসে

ঝাড়ু দিতে দিতে, মুছতে মুছতে আমাদের হাত ঝাড়ু হয়ে যায়
ঘাম জল হয়ে যায়
রক্ত ফিনাইল
ওই কাপড় কাচার পাউডার আমাদের গুঁড়ো গুঁড়ো হাড়
কিন্তু এসবই তো কায়িক শ্রম
এতে মেধার কী আছে?
দক্ষতার?

টানটান করে গোঁজা শার্ট আর মিনিস্কার্টে
জিন্স আর হাইহিলে
এই সিমেন্টের রাস্তায়
যদি এক আধবার হাসিমুখে ঝাড়ু দিয়ে ফেল,
সে তো আকাশবাণীর স্কুপ
দূরদর্শনে চোখধাঁধানো প্রোগ্রাম

আমরা রিক্সাওয়ালা
কুলি, ঠেলাগাড়িওয়ালা
পাতি দোকানদার
নিচুতলার কেরানি

আমরা
এমন হতভাগী মা
যে সন্তান খিদেয় কামড়ে দিলে
একফোঁটা দুধও দিতে পারে না

আমরা হাসপাতালে লাইন দিয়ে দাঁড়াই
রক্ত বেচে খাবার কিনি

কিন্তু
এতে তো কেবল দরিদ্র‍্য আর খিদের গন্ধ
তোমাদের রক্তদান শিবিরের মতো
দেশাত্মবোধের স্বাদগন্ধ
পাব কোথায়?

তোমরা যাই কর না কেন
ঝাড়ু লাগাও, জুতো পালিশ কর
রেলস্টেশনে মোট বও
কিম্বা বাসস্ট্যান্ডে
ঠেলাগাড়ি করে ফলটল বিক্রি কর
ফুটপাতে চায়ের দোকান দাও
‘মেধা বাঁচাও’ প্ল্যাকার্ড হাতে
মিছিল বের কর
আর চিবিয়ে চিবিয়ে কনভেন্টের ইংরেজি বুলি আওড়াও

আমরা জানি
তোমরা আসলে আমাদের দেখাতে চাও
যে আমাদের কাজ সবাই করতে পারে
এসব করে তোমাদের মতো মেধাবীদের সঙ্গে পাল্লা দেওয়া যায় না

শিফন শাড়ি, চুড়িদারের ওপর
সাদা কোট, কালো ব্যাজ
বুকে ঝুলতে থাকা স্টেথো (স্টেথোস্কোপ)
পাশে ‘মেধা বাঁচাও’ স্টিকার
যখন দপ্তরের সামনে দিয়ে হেঁটে গেলে
স্বর্গের ডানা যেন
তোমাদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে
আর আমাদের মধ্যে যারা বারোহাজার ছাড়িয়েছে
সংরক্ষণের যে আদেশ
সে কি শুধুই স্বপ্নভঙ্গ? স্বর্গের ভিত নড়ে যাওয়া?
সে তো টুকরোটুকরো রামধনু

তোমার আন্দোলন
ন্যায়ের পক্ষে
এজন্যই তো
স্বর্গের মাটিতে
দেবতারা অমৃতের জন্য এতো লালায়িত ছিলো

যে মুহূর্তে
তুমি জেল ভরার ডাক দিলে
সাংবাদিক বৈঠকে
আমরা ছিটকে গেলাম
ব্যারাক থেকে
পূতিগন্ধময় নরকে
দারুণ ভাবে স্বাগত জানানো হয়েছিল আমাদের
লাল কার্পেট বিছানো হয়েছিল
(‘লাল’ আসলে শুধুই একটি রুপক, যারা বিছায়, তারাও এই রঙকে ভয় পায়)

আমরা আশা নিয়ে অপেক্ষায় ছিলাম
তোমার পবিত্র পদধূলি
শুধু দেশকেই নয়
দেশের জেলকেও ধন্য করবে

কী বোকামি, তাই না!
চূড়ান্ত মেধাবী
দেশের সোনালি স্বপ্নের
ভবিষ্যৎ
এই চোরের নরকে
খুনি ও বিধ্বংসী মানুষের নরকে
কীভাবে আসতে পারে তারা?

ওই অনুষ্ঠানবাড়িগুলো
যেখানে ধনীদের বিয়েশাদি হয় আরকি
সেগুলোই তোমাদের জেলখানা
আমরা কাগজে পড়ি, মজা পাই

আমাদের সংগ্রাম সারাজীবনের, শেষদিন পর্যন্ত
কিন্তু তোমাদেরটা হল ঐশ্বর্যের সমারোহ, বিয়েবাড়ির মতো
যদি অসুখীও হও
সে অনেকটা দাম্পত্যে টানাপোড়েনের মতো
যদি আসবাব পোড়াও
সেও তো আতশবাজি
যদি ‘বন্ধ’ পালন কর
আসলে সেদিন বাড়িওয়ালার মেয়ের বিয়ে আছে

ভাগ্যবান
তোমার মেধার মৃতদেহ
বড়রাস্তা দিয়ে হেঁটে যায়
পবিত্র মন্ত্রোচ্চারণের আবহে
চৌরাস্তায় পোড়ানো হয় তাকে

কিন্তু মেধার মৃত্যু নেই
তাই
তুমি সৃষ্টিশীলভাবে রূপক মিছিল সাজাও
শোকের প্রহসন করো
আমাদের
খুন হয়ে যাওয়া কিম্বা মরে যাওয়ার মধ্যে
কোনো মেধা নেই

আমরা মরি
খিদে কিম্বা রোগব্যধি নিয়ে
পরিশ্রম করতে করতে, কিম্বা অপরাধ
লকআপে কিম্বা এনকাউন্টারে
(মেধাবীরা কোনোদিন মানবে না যে অসাম্য হিংসারই আরেক নাম)

আমাদের ছুঁড়ে ফেলা হবে
রাস্তায়
নোংরা গহ্বরে
ধূলোর পাহাড়ে
অন্ধকার বনের ভিতরে

আমরা ছাই হয়ে যাব
চিহ্নবিহীন
কোনো পাহাড়চূড়া থেকে, গহ্বর থেকে
আমরা হারিয়ে ফেলব
জন্ম, মৃত্যু
জনগণনার পরিসংখ্যান ছাড়া
দেশের অগ্রগতিতে
এসবের কী বা প্রয়োজন?

আমরা জন্মাই
মৃত্যুতে বিলীন হয়ে যাই
দারিদ্র্যে, দারিদ্র্যের কারণে
তুমি অবতীর্ণ হও
ধর্মের সংকটে
কাজ শেষ হলে
ত্যাগ কর অপ্রয়োজনীয় অবতার
তুমিই তো সেই সূত্রধার

তুমি ভাগ্যবান
তুমি মেধার আকর।

8585 COMMENTS

  1. Hello, Neat post. There’s an issue together with your site in web explorer, might check this? IE nonetheless is the market chief and a big element of other folks will miss your fantastic writing due to this problem.|

  2. I have been surfing online more thann 2 hours today, yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. In my opinion, if all webmasters and bloggers made good content
    as you did, the net wilkl be a lot more useful than ever before.

    Here is my blog – yetki belgesi

  3. Terrific article! This is the type of info that should bee shared across the internet.
    Disgvrace on thee seek engines for now not positioning this put up higher!
    Come on over and consult witth my web site . Thank you
    =)

    My web site – remax denizli

  4. After lookng into a number of the articles on your blog, I honestly appreciate your technique of blogging.
    I book marked it to mmy bookmark website list
    and will be checking back soon. Take a look at my web
    site as well and let me know what you think.

    My page: remax denizli

  5. Heey just wanted to give you a quick heads up.

    The text in your article seem to be running off the screen in Safari.
    I’m not suure if thius is a format issue or something to ddo witth
    web browser compatibiliity but I thought I’d post to let you
    know. Thhe design and style look great though! Hope you gett tthe problem solved soon. Kudos

    My blog post … casinogaranti güncel giriş

  6. Hey! Someone in my Facebook group shared
    this website with us so I came to look it over. I’m definitely loving the information. I’m book-marking and
    will be tweeting this to my followers! Fantastic blog and brilliant design.

  7. Today, I went to the beach front with my kids.
    I found a sea shell and gave iit to my 4 year old
    daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear annd screamed.
    There was a hermit crab inside and it pinched her ear. She
    never wants to go back! LoL I know this is entiely off topic
    but I had to tell someone!

    Also visit my blog post: Burhaniye escort

  8. I have been surfing online more than three hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. Personally, if all site owners and bloggers made good content as you did, the web will be much more useful than ever before.|

  9. Howdy just wanted to give you a quick heads up. The words in your article seem to bbe running off thhe screen in Firefox.
    I’m not sure if this is a formatting issue or something too do with web browser compatibility
    but I figured I’d post tto leet you know. The design annd style look great though!
    Hope you get the issue fixewd soon. Thanks

    my webpage Marvel vs capcom

  10. Very great post. I just stumbled upon your weblog and wished to mention that I
    have truly enjoyed surfing around your weblog posts.
    In any case I will be subsccribing for your feed and I am hoping yyou write once more very
    soon!

    Here is my web site :: gib e arşiv

  11. excellent put up, very informative. I’m wondering why the opposite specialists of this sector don’t notice this. You should proceed your writing. I am confident, you have a great readers’ base already!|

  12. Wonderful blog! I found it while browsing on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Cheers|

  13. Attractive sectiokn of content. I just stumbled upon your website and
    in accession capital to assert that I acquire inn fact enjoyed account your blog
    posts. Anyy way I’ll be subscribing tto your augment and even I achievement
    youu access consistently rapidly.

    Also visit my homepage – ortadoğu son dakika

  14. Hey there! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could locate a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having problems finding one? Thanks a lot!|

  15. Hi there! I realize this is sort of off-topic
    but I had to ask. Does operating a well-established blog such as
    yours take a lot off work? I am brand new to writing a bblog but I do write inn my
    diary everyday. I’d like to start a blog so I can easily sshare my own experience and thoughts online.
    Please let me know if you have any suggestions oor tips forr neww aspiring
    blog owners. Thankyou!

    My webpage; İzmir

  16. Hmm is anyone else encountering problems with the pictures on this blog loading? I’m trying to determine if its a problem on my end or if it’s the blog. Any feed-back would be greatly appreciated.|

  17. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complex and very broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!|

  18. Its such as you read my mind! You seem to know so much about this, such as you wrote the guide in it or something. I believe that you could do with a few percent to power the message house a bit, however other than that, this is great blog. A fantastic read. I’ll certainly be back.|

  19. I don’t even know how I finished up here, but I believed this post used to be good. I do not recognise who you’re however certainly you are going to a well-known blogger for those who are not already. Cheers!|

  20. With havin so much content ddo you ever run into any problems of plagorism
    or copyright violation? My website has a lot of
    nique content I’ve either written myself or outsourced but it looks ike
    a lot oof it is popping it up all over the internet without my authorization. Do you know any techniques to hlp protect against
    content frim being ripped off? I’d certainly appreciate it.

    Look at my homepage :: 8 kişilik ahşap piknik masası

  21. Hi there, I do think your website may be having internet browser compatibility
    issues. When I look at your blog in Safari, it looks fine but when opening in Internet Explorer, it’s got some overlapping issues.

    I merely wanted to give you a quick heads up!
    Apart frolm that, wonderful blog!

    Look into my website … online okey

  22. I love your blog.. very nice colors & theme. Did you ake tbis website
    yourself or did you hire someone to do it for you?
    Plz reply aas I’m looking to create my oown blog and would like
    to find out where u got this from. thanks

    My page :: iptv deneme

  23. Do you mind if I quote a couple of your articles
    as long ass I provide credit and sources back to your website?
    My blog site iis in the exact same niche as yours and my visitors
    would definitely benefit frm a lot off the information you present here.
    Please let me know if this alright with you. Thanks a lot!

    Feel free to surf to my page :: tiktok takipçi satin al

  24. I do trust all of the ideas you’ve presented in your post. They are very convincing and will certainly work. Nonetheless, the posts are very quick for starters. Could you please extend them a little from next time? Thanks for the post.|

  25. I think this is among the most vita info for me. And i’m glad reading your article.
    But want to remark on some gneral things, The web
    site style is perfect, the articless is really nice :
    D. Good job, cheers

    Here is my blog post – kargo poşeti

  26. Do you have a spam problem oon thks blog; I also am a blogger, and I was curious about your situation; wee have
    developed some nice methods and we are looking to exchange solutions with other folks, please sholt mme an email if interested.

    my page; Forma Tasarla

  27. My partner andd I stumbled over here from a different
    web addreds and thpught I might as well chec things out. I like what I see so i am just
    following you. Look forward to exploring your web page again.

    Here iss my blog post – Forma YaptıRma

  28. Thank you a lot for sharing this with all people you actually recognize what you are talking about! Bookmarked. Please additionally visit my web site =). We could have a link alternate contract among us|

  29. I have been surfing online more than three hours today, yet I never found
    any interesting artiucle like yours.It is pretty woprth
    enough for me. Personally, if all website owners
    aand bloggers made good content as you did, thee internet will be much more
    useful than ever before.

    my blog post … uzun elbise çeşitleri

  30. Howdy! This article couldn’t be written any better! Reading through this article reminds me of my previous roommate! He always kept preaching about this. I most certainly will send this article to him. Pretty sure he’ll have a very good read. Thank you for sharing!|

  31. Tüm cerrahi estetik operasyonlar için yaş sınırı 18’dir. Biz hastalarımıza cerrahi operasyon gerektiren işlemler için 20 yaşı önermekteyiz. Çünkü vücut 18’li yaşlarda bile gelişmeye devam etmektedir. Bu nedenle erken müdahaleye herhangi bir sağlık riski bulunmadığı sürece karşıyız. https://sadecesaglik.xyz/

  32. I’m amazed, I must say. Rarely do I come across a bloog that’s both equally educative and amusing, and without a doubt, you have hit the
    naol on the head. The issue is an issue that too few
    folks are speaking intelligently about. I am very happy that I found this during my hunt for something regading this.

    My blog – natural stone

  33. Hello! This post could not be written any better!
    Reading through this post reminds me of my previous room mate!
    He always kept chatting about this. I will forward this write-up to him.

    Faiely certain he will have a good read. Thank you for sharing!

    my web-site – sohbet siteleri

  34. Can I simply just say what a comfort to find someone who truly knows what they are talking about online. You certainly realize how to bring an issue to light and make it important. More and more people must check this out and understand this side of your story. I can’t believe you are not more popular since you definitely possess the gift.|

  35. You are so interesting! I do not suppose I’ve read through something like this before. So great to find somebody with a few genuine thoughts on this topic. Seriously.. thank you for starting this up. This site is one thing that’s needed on the web, someone with a bit of originality!|

  36. Thanks , I have recently been looking for information approximately this topic for ages and yours is the best I’ve discovered so far. But, what about the bottom line? Are you certain about the source?|

  37. Woah! I’m really enjoying the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s hard to get that “perfect balance” between superb usability and visual appearance. I must say you’ve done a very good job with this. Also, the blog loads extremely quick for me on Safari. Exceptional Blog!|

  38. Do you have a spam problem on this website; I also am a blogger, and I was wanting to know your situation; we have created some
    nice practices and we are looking to exchange techniques with
    others, why noot shoot me an email if interested.

    Feel free to visit my webpage: Forma Yaptırma

  39. Aw, this was a really good post. Taking the time and actual effort to create a good article… but what can I say… I put things off a whole lot and don’t seem to get nearly anything done.|

  40. We are a group of volunteers and starting a new scheme in our community. Your website provided us with valuable information to work on. You’ve done an impressive job and our entire community will be grateful to you.|

  41. My programmer is trying to convince me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using WordPress on various websites for about a year and am concerned about switching to another platform. I have heard excellent things about blogengine.net. Is there a way I can import all my wordpress content into it? Any help would be greatly appreciated!|

  42. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.|

  43. Hey there would you mind letting me know which webhost you’re utilizing? I’ve loaded your blog in 3 completely different browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good web hosting provider at a fair price? Many thanks, I appreciate it!|

  44. I’m really impressed with yur writing skills as well aas with the layout on your weblog.
    Is this a paid theme or did yyou customize it yourself? Either way keep uup thee excellent quality writing, it’s rare to see
    a great blog like this one today.

    Also visit my web site – kartvizit modelleri

  45. Generally I do not learn article on blogs, but I wish to say that this write-up very pressured me to check out and do it! Your writing taste has been surprised me. Thank you, very great article.|

  46. Hey I knoww this is off topic but I was wondering if you knew of any widgetrs Icould add to myy blog that automatically tweet myy newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this foor quite some time aand was hoping maybe you would have somke experience with something like this.

    Please lett me knopw if you rrun into anything. I truly enjoy reading your
    blg and Ilook forward too your new updates.

    Also visit my blog – Antalya paragliding