সাত্বকী বসু

4677
14090


ভারভারা রাও | জন্ম ১৯৪০ সালের ৩ নভেম্বর

ভারভারা রাও একজন সমাজকর্মী, প্রখ্যাত কবি, সাংবাদিক, সাহিত্য সমালোচক এবং সুবক্তা। ১৯৪০ সালের ৩ নভেম্বর তেলেঙ্গানায় তাঁর জন্ম। তাঁকে তেলেগু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচক বলে মনে করা হয়। বিগত প্রায় ষাট বছর ধরে তিনি কবিতা লিখে চলেছেন। এখানে অনুদিত ‘মেধা’ কবিতাটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কেন্দ্রীয় সরকারের চক্রান্তে এই মুহূর্তে কারাবন্দি কবি। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার বহু মানুষ।

ভাষান্তর | শ্যামশ্রী রায় কর্মকার

মেধা

ভাগ্যবান

তুমি ধনীর ঘরে জন্মেছ
তোমার ভাষায় বলতে গেলে
‘রূপোর চামচ মুখে জন্ম তোমার’

তোমার বিপ্লব নির্মাণ
আমাদের যন্ত্রণা পাশবিক
তুমি বুদ্ধিমান
বাসের জানলাও তুমি শৈল্পিক ভাবে ভাঙতে পার
নিখুঁত আকৃতি

সূর্যের রশ্মির মতো সামঞ্জস্য তাতে

তুমি চাকার হাওয়া বার করে দিতে পার
শিল্পীর দক্ষতায়
রাইফেলের কুঁদোর ওপরে থুতনি রেখে
পুলিশ তোমাকে প্রশ্রয়ের চোখে দেখে

তুমি রাখি বাঁধতে পার

এমনকি
পুলিশ স্টেশনের
অন্ধকারতম চেম্বারেও
তুমি বিনাটিকিটে বাসে চড়ো
না না
পয়সা নেই বলে নয়
এসব তো প্রতিবাদ, বাস্তবিক

এই সুন্দর রাস্তাঘাট
সবই তো তোমাদের
সে তুমি ‘রাস্তা রোকো’ই কর
কিম্বা ‘মেধা বাঁচাও’ এর টিকিট সেঁটে গাড়িই চালাও

আমরা খালি পায়ে হাঁটি
ঘামের দুর্গন্ধওয়ালা রোড রোলার সব
হ্যাঁ, আমরা রাস্তা বানাই। তাতে কী হয়েছে?
প্ল্যান তো তোমাদের
কন্ট্র‍্যাক্টের প্রশংসাটুকুও তোমাদেরই প্রাপ্য

উল্লাসের সেই ষাট দিন, তুরীয় আনন্দ যেন
যখন তোমার ছোট্ট সোনামণিরা
তাদের বেপরোয়া বন্ধু-বান্ধবেরা
সে কী আনন্দময় তাণ্ডব আমাদের

সক্কলে খুশি
অভিভাবকেরা, তাদের অভিভাবকেরা
ভাইবোনেরা
এমনকি চাকরবাকরেরাও
আর খবরের কাগজগুলো?
ওহ! তারা তো
যাকে বলে একেবারে শিহরিত

ছেলেরা আর মেয়েরা
হাতে হাত ধরে
মৃত মেধা আর ভাঙাচোরা ভবিষ্যতের
প্রতিবাদে
পিকনিকে চলেছে
ওঃ বন্ধু!
দারুণ বীরত্বের কথা

মেধার প্রতিযোগিতায়
তোমরা হলে দূরপাল্লার দৌড়বিদ
আমরা, বেচারা কচ্ছপেরা
তোমাদের পাশে পাশে দৌড়াতে পারি কি?

যদি
তুমি চিক্কদপল্লীতে কোনো চেয়ারের দাস হও
সিনেমাহলে বাদাম বিক্রি কর
কোঠাবাড়ির পাড়ায় জুতো পালিশ কর
তাঙ্কবুন্দের পথে গাড়ি আটকে দিয়ে
আন্দোলনের চাঁদা চাও

তাহলে বলা ভালো, যে
খবরের কাগজের লোকেদেরই মেধা বস্তুটা আছে
ওদের ক্যামেরা ভালোবেসে ছবি তোলে
ওদের কলম উত্তেজনায় চিৎকার করে বলে
“কী ঝকঝকে যৌবন! ”

আমাদের ইতরের মতো চেহারা, আমরা ব্যর্থ মানুষ
মৃত পশুর দুর্গন্ধের মধ্যে বসে
আমরা জুতো বানাই
নিজের রক্ত দিয়ে রঙিন করে তুলি
নিভে আসা চোখের আলোয়
পালিশ করি

যাইহোক
আচ্ছা! অন্য কেউ জুতো পালিশ করে দিলে
পালিশটা বেশ অন্যরকম দেখায়
তাই না?

আমরা তোমাদের আবর্জনা সাফ করি
রাতের ক্লেদ মাথায় করে নিয়ে যাই
তোমাদের ঘর সাফ করতে করতে
তোমাদের সুগন্ধি দেহের মতো চকচকে করে তুলতে তুলতে
আমাদের শরীর ভেঙে আসে

ঝাড়ু দিতে দিতে, মুছতে মুছতে আমাদের হাত ঝাড়ু হয়ে যায়
ঘাম জল হয়ে যায়
রক্ত ফিনাইল
ওই কাপড় কাচার পাউডার আমাদের গুঁড়ো গুঁড়ো হাড়
কিন্তু এসবই তো কায়িক শ্রম
এতে মেধার কী আছে?
দক্ষতার?

টানটান করে গোঁজা শার্ট আর মিনিস্কার্টে
জিন্স আর হাইহিলে
এই সিমেন্টের রাস্তায়
যদি এক আধবার হাসিমুখে ঝাড়ু দিয়ে ফেল,
সে তো আকাশবাণীর স্কুপ
দূরদর্শনে চোখধাঁধানো প্রোগ্রাম

আমরা রিক্সাওয়ালা
কুলি, ঠেলাগাড়িওয়ালা
পাতি দোকানদার
নিচুতলার কেরানি

আমরা
এমন হতভাগী মা
যে সন্তান খিদেয় কামড়ে দিলে
একফোঁটা দুধও দিতে পারে না

আমরা হাসপাতালে লাইন দিয়ে দাঁড়াই
রক্ত বেচে খাবার কিনি

কিন্তু
এতে তো কেবল দরিদ্র‍্য আর খিদের গন্ধ
তোমাদের রক্তদান শিবিরের মতো
দেশাত্মবোধের স্বাদগন্ধ
পাব কোথায়?

তোমরা যাই কর না কেন
ঝাড়ু লাগাও, জুতো পালিশ কর
রেলস্টেশনে মোট বও
কিম্বা বাসস্ট্যান্ডে
ঠেলাগাড়ি করে ফলটল বিক্রি কর
ফুটপাতে চায়ের দোকান দাও
‘মেধা বাঁচাও’ প্ল্যাকার্ড হাতে
মিছিল বের কর
আর চিবিয়ে চিবিয়ে কনভেন্টের ইংরেজি বুলি আওড়াও

আমরা জানি
তোমরা আসলে আমাদের দেখাতে চাও
যে আমাদের কাজ সবাই করতে পারে
এসব করে তোমাদের মতো মেধাবীদের সঙ্গে পাল্লা দেওয়া যায় না

শিফন শাড়ি, চুড়িদারের ওপর
সাদা কোট, কালো ব্যাজ
বুকে ঝুলতে থাকা স্টেথো (স্টেথোস্কোপ)
পাশে ‘মেধা বাঁচাও’ স্টিকার
যখন দপ্তরের সামনে দিয়ে হেঁটে গেলে
স্বর্গের ডানা যেন
তোমাদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে
আর আমাদের মধ্যে যারা বারোহাজার ছাড়িয়েছে
সংরক্ষণের যে আদেশ
সে কি শুধুই স্বপ্নভঙ্গ? স্বর্গের ভিত নড়ে যাওয়া?
সে তো টুকরোটুকরো রামধনু

তোমার আন্দোলন
ন্যায়ের পক্ষে
এজন্যই তো
স্বর্গের মাটিতে
দেবতারা অমৃতের জন্য এতো লালায়িত ছিলো

যে মুহূর্তে
তুমি জেল ভরার ডাক দিলে
সাংবাদিক বৈঠকে
আমরা ছিটকে গেলাম
ব্যারাক থেকে
পূতিগন্ধময় নরকে
দারুণ ভাবে স্বাগত জানানো হয়েছিল আমাদের
লাল কার্পেট বিছানো হয়েছিল
(‘লাল’ আসলে শুধুই একটি রুপক, যারা বিছায়, তারাও এই রঙকে ভয় পায়)

আমরা আশা নিয়ে অপেক্ষায় ছিলাম
তোমার পবিত্র পদধূলি
শুধু দেশকেই নয়
দেশের জেলকেও ধন্য করবে

কী বোকামি, তাই না!
চূড়ান্ত মেধাবী
দেশের সোনালি স্বপ্নের
ভবিষ্যৎ
এই চোরের নরকে
খুনি ও বিধ্বংসী মানুষের নরকে
কীভাবে আসতে পারে তারা?

ওই অনুষ্ঠানবাড়িগুলো
যেখানে ধনীদের বিয়েশাদি হয় আরকি
সেগুলোই তোমাদের জেলখানা
আমরা কাগজে পড়ি, মজা পাই

আমাদের সংগ্রাম সারাজীবনের, শেষদিন পর্যন্ত
কিন্তু তোমাদেরটা হল ঐশ্বর্যের সমারোহ, বিয়েবাড়ির মতো
যদি অসুখীও হও
সে অনেকটা দাম্পত্যে টানাপোড়েনের মতো
যদি আসবাব পোড়াও
সেও তো আতশবাজি
যদি ‘বন্ধ’ পালন কর
আসলে সেদিন বাড়িওয়ালার মেয়ের বিয়ে আছে

ভাগ্যবান
তোমার মেধার মৃতদেহ
বড়রাস্তা দিয়ে হেঁটে যায়
পবিত্র মন্ত্রোচ্চারণের আবহে
চৌরাস্তায় পোড়ানো হয় তাকে

কিন্তু মেধার মৃত্যু নেই
তাই
তুমি সৃষ্টিশীলভাবে রূপক মিছিল সাজাও
শোকের প্রহসন করো
আমাদের
খুন হয়ে যাওয়া কিম্বা মরে যাওয়ার মধ্যে
কোনো মেধা নেই

আমরা মরি
খিদে কিম্বা রোগব্যধি নিয়ে
পরিশ্রম করতে করতে, কিম্বা অপরাধ
লকআপে কিম্বা এনকাউন্টারে
(মেধাবীরা কোনোদিন মানবে না যে অসাম্য হিংসারই আরেক নাম)

আমাদের ছুঁড়ে ফেলা হবে
রাস্তায়
নোংরা গহ্বরে
ধূলোর পাহাড়ে
অন্ধকার বনের ভিতরে

আমরা ছাই হয়ে যাব
চিহ্নবিহীন
কোনো পাহাড়চূড়া থেকে, গহ্বর থেকে
আমরা হারিয়ে ফেলব
জন্ম, মৃত্যু
জনগণনার পরিসংখ্যান ছাড়া
দেশের অগ্রগতিতে
এসবের কী বা প্রয়োজন?

আমরা জন্মাই
মৃত্যুতে বিলীন হয়ে যাই
দারিদ্র্যে, দারিদ্র্যের কারণে
তুমি অবতীর্ণ হও
ধর্মের সংকটে
কাজ শেষ হলে
ত্যাগ কর অপ্রয়োজনীয় অবতার
তুমিই তো সেই সূত্রধার

তুমি ভাগ্যবান
তুমি মেধার আকর।

4677 COMMENTS

  1. We are a gaggle of volunteers and starting a brand new scheme in our community.

    Your site offered us with valuable information to work on. You have performed an impressive activity and our
    whole community will be grateful to you.

  2. You can definitely see your expertise within the article you write.
    The world hopes for even more passionate writers such as you who are not afraid to
    say how they believe. All the time go after your heart.

  3. Thanks for some other excellent post. The place else may just anyone get that type
    of info in such an ideal way of writing? I have a presentation subsequent week, and I’m at the look for such info.

  4. Magnificent beat ! I would like to apprentice while you amend your website, how could i subscribe
    for a blog website? The account aided me a acceptable deal.

    I had been a little bit acquainted of this your broadcast provided bright clear concept

  5. Hi, I do think your blog could be having browser compatibility problems.
    Whenever I take a look at your site in Safari, it looks fine but when opening in IE, it has some overlapping issues.
    I simply wanted to provide you with a quick heads up! Other
    than that, wonderful website!

  6. You really make it seem so easy with your presentation however I find this topic to be actually one thing which I believe I might by no means understand.
    It seems too complex and extremely broad for me.
    I am looking ahead on your subsequent submit,
    I’ll try to get the hang of it!

  7. Howdy just wanted to give you a quick heads up.
    The text in your content seem to be running off the screen in Chrome.
    I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I
    thought I’d post to let you know. The design and style look
    great though! Hope you get the issue resolved soon. Many thanks

  8. Howdy, I do believe your site may be having browser compatibility problems.
    Whenever I take a look at your web site in Safari, it looks
    fine however, if opening in IE, it’s got some overlapping issues.
    I just wanted to give you a quick heads up! Besides that, wonderful blog!

  9. Simply wish to say your article is as astounding. The clearness for your publish is just nice and that i can suppose you are a
    professional in this subject. Fine together with your permission let
    me to take hold of your RSS feed to stay updated
    with approaching post. Thanks 1,000,000 and please carry on the
    enjoyable work.

  10. Very great post. I simply stumbled upon your weblog and
    wished to mention that I’ve truly enjoyed browsing your weblog posts.
    After all I’ll be subscribing for your feed and I hope you write once more very soon!

  11. Oh my goodness! Impressive article dude! Many thanks, However I am encountering difficulties with your
    RSS. I don’t understand the reason why I am unable to join it.
    Is there anybody else having similar RSS issues? Anyone who
    knows the solution will you kindly respond? Thanx!!

  12. When I initially commented I seem to have clicked on the -Notify me when new
    comments are added- checkbox and from now on whenever a comment is added I
    receive 4 emails with the same comment. Is there a way you are able to remove me from that
    service? Kudos!

  13. Today, I went to the beachfront with my children. I found a sea shell and gave
    it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed.
    There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this is
    entirely off topic but I had to tell someone!

  14. Spot on with this write-up, I really believe that this website needs a lot more attention. I’ll
    probably be returning to see more, thanks for the information!

  15. Do you have a spam issue on this site; I also am a blogger,
    and I was wondering your situation; we have developed some nice procedures and
    we are looking to exchange strategies with other folks, be sure to shoot me an e-mail if
    interested.

  16. Hello my family member! I want to say that this article
    is amazing, great written and come with approximately all significant infos.
    I would like to look more posts like this .

  17. It is the best time to make some plans for the long run and it’s
    time to be happy. I’ve learn this publish and if I may I wish to recommend
    you few attention-grabbing issues or suggestions.
    Perhaps you could write subsequent articles referring to this article.
    I wish to read even more things approximately it!

  18. Hey there! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using
    for this site? I’m getting fed up of WordPress because I’ve had problems with hackers and I’m looking
    at alternatives for another platform. I would be great if
    you could point me in the direction of a good
    platform.

  19. Hi! Quick question that’s completely off topic.
    Do you know how to make your site mobile friendly?
    My blog looks weird when viewing from my iphone 4. I’m trying to find a theme or plugin that might be able to fix this issue.

    If you have any recommendations, please share. With thanks!

  20. Thanks , I have just been looking for info approximately this subject for a long time
    and yours is the best I’ve found out till now. But, what concerning
    the conclusion? Are you sure about the source?

  21. Hi, I do believe this is an excellent site. I stumbledupon it 😉 I am going to revisit yet
    again since I book marked it. Money and freedom is the best way to change,
    may you be rich and continue to guide others.

  22. Have you ever thought about writing an ebook or guest authoring on other websites?
    I have a blog based on the same ideas you discuss and would really like to have you share some stories/information. I know my visitors would value your work.
    If you are even remotely interested, feel free to
    shoot me an e-mail.

  23. Simply desire to say your article is as astounding. The clearness on your submit is simply excellent and that i can suppose you are knowledgeable on this
    subject. Fine together with your permission let me
    to take hold of your RSS feed to stay up to date with
    forthcoming post. Thank you a million and please keep up the enjoyable work.

  24. May I just say what a relief to discover someone that truly understands
    what they’re discussing online. You actually realize how to bring an issue to light and make it important.
    More and more people need to read this and understand this side of the story.
    I can’t believe you’re not more popular given that you certainly have the
    gift.

  25. Excellent website you have here but I was curious if you knew of any user discussion forums that cover the same topics discussed here?
    I’d really like to be a part of community where
    I can get suggestions from other experienced individuals that share
    the same interest. If you have any recommendations, please
    let me know. Appreciate it!

  26. I know this if off topic but I’m looking into starting my own blog and was curious what all is required to get
    setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very internet savvy so I’m not 100% positive.

    Any tips or advice would be greatly appreciated.
    Thank you