ডুয়েল: সৈকত ঘোষ

0
333

নিজের শর্তে কলার তুলে বাঁচার মধ্যে
একটা অদৃশ্য ডুয়েল থাকে
পঁয়তাল্লিশ ডিগ্রির গনগনে খিদে নিয়ে
কুড়িতলার হাসিখুশি নির্মাণ করে যারা
তারাও তো জীবনকে দুয়ো দেয়

আমি তো স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে
ব্যাস সূর্যকে চাঁদ ধরে নিচ্ছি
একুশের চন্দ্রদোষ রাশিচক্র বরাবর সব অঙ্ক ঘেঁটে দেয়

ওহে হাইহিল মেবলিন দুহিতা
পকেটে হিমালয় নিয়ে জন্মানো তোমার দিব্বি

দু-চোখে লোডশেডিং হলে আমিও মগ্ন মৈনাক
দুপুর দুটোর অলৌকিক পাঞ্জাব লরি