একটি বেঁটে মানুষ ও লম্বা আঁকশি: সুধীর দত্ত

0
150

জমাটবাঁধা মেঘের ভিতর দিয়ে যখন সংবাদগুলি
উড়ে যাচ্ছিল
আমি বিদ্যুৎ পেড়ে আনতে একটা লম্বা আঁকশি
বাড়িয়ে দিয়েছিলাম।
দেখি,আঁকশি বেয়ে নামছে থিকথিক মাজাভাঙা
মানুষ।
আমি মার্ক্স পড়িনি।
ভরা পেটে তাদের বহুদিন রপ্ত করতে হয়েছে অন্ধ-
ভিখিরির পার্ট ।
বনবিতানের গেটে এখন তারা এনামেলের বাটি নাচাচ্ছে,
‘পয়সা দিয়ে হাওয়া কিনব না,কিনব না’।
আর মাঙনায় পাওয়া লক্ষ্মীর সরা পেতে দিয়েছে
চরাচরে।
মুফত পেলে এক কাপ চা কেন,গিলতে পারি বিষ,
গলাতে পারি এক সাইজের বুড়ো জুতোও।
তাছাড়া,জল হাওয়া আর আলো তো বিনি-পয়সার
বরাদ্দ।
বিদ্যুৎ পেড়ে আনতে জমাট – বাঁধা মেঘের দিকে
একটি বেঁটে মানুষ
এখনও একটি লম্বা আঁকশি বাড়িয়ে রেখেছে
০৩.০৮.২০২২