Bhashanagar

তাপস কুমার রায়

যুক্তরাষ্ট্র সরকারের অর্থনীতির গবেষক তাপস কুমার রায়। তিনি একজন চিত্রশিল্পীও। প্রকাশিত হয়েছে কবিতার বই ‘ঘর খোঁজা সন্ধ্যারা’।

দ্বন্দ্ব

রাধার ঘরে কৃষ্ণ আঁধার, ভক্তের মনে সুখ
বৈষ্ণবেরা বুঝতো যদি আয়ান ঘোষের দুখ।

 

মৃত্যু

নরম পায়ে নদীর ঘরে হাঁটতে গেলো মেয়ে
প্রথমে দাঁড়ি পরে কমা ক্রমে বিন্দু হতে চেয়ে
চোখের সাদায় সন্ধ্যা ঘনায় শব্দহীন পথে
আবছা তরল নিয়ন ঝরে ঠান্ডা বরফ ঠোঁটে।

 

গন্তব্য

দরজার সামনে দাঁড়াব ভাবি
প্রায়শই পুরনো বিকেলে
যদিও তুমি এসে খুলবে না জানি।

সন্ধ্যার নিচু ডাল শব্দহীন
ছুয়ে যায় পরিমিত কবরের ফাটলে প্রাচীন।

নীরব হাওয়ার সান্নিধ্য গা ঘেঁষে দাঁড়ায়
হারানো সময় থেকে উড়ে আসে
ছেড়া ব্যাগ, হারানো পেন্সিল, ভুলে যাওয়া চিঠি;

ঠিকানা যাওনি বলে
অকারণে খয়েরি গন্তব্য লেগে থাকে
অনভ্যাসের জিভ ছোঁয়া পুরনো ডাকটিকিটে।

Bhashanagar