Bhashanagar

তুষার কবির

জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর করার পর তিনি এম.বি.এ. করেছেন মার্কেটিং বিভাগ থেকে। এ যাবত তাঁর ১২টি কবিতার বই এবং একটি কবিতা বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে।

বেহালা

হাওয়ায় উড়ছে শুধুই হাহাকার
কোভিড ছড়ানো এ সন্ধ্যায়—

গোধূলির লালাভ আলোতে গান গায়
এক বিষাদ ময়ূর!

দুরের ছড়ানো ঝিমপথে আমি হেঁটে যাই
দীপাবলি জ্বলে ওঠা দেবীর ডেরায়—

ধীর বেজে ওঠা ঘুম কানাড়ায়
মৃদু হাতে কড়া নাড়ি বন্ধ দরজায়!

হাওয়ায় উড়ছে শুধুই হাহাকার
কোভিড ছড়ানো এ সন্ধ্যায়—

শুনি,শহরের শেষ বাড়ি জুড়ে
হালকা জড়ানো স্বরে
বেজে যাচ্ছে এক বিভোর বেহালা!

 

বীণা

বৃষ্টির ছড়ানো সুরে বেজে ওঠে এই রাতে
বীণা আর সারগাম!

জানি, এ বৃষ্টিতে কেউ নাড়বে না কড়া দরজায়—
অধরা বাগদেবীর মতন!

তোমার নাভিতে আঁকা আছে এক প্রজাপতি;
এ বৃষ্টির রাতে আমি তা ছুঁতে যেতেই

হাওয়া আমাকে ছুঁড়ে ফেলে দেয়
ভ্রম সরোবরে—
সরীসৃপ ছুটে চলা ঘুম পরিখায়!

তোমার নাভিতে আঁকা প্রজাপতি উড়ে যেতেই
চেরাকাঠে বেজে ওঠে ঘুমঘোর বীণা!

Bhashanagar