অনন্ত হে আমার: দেবদাস রজক

0
595

আমার দুয়ারে এসেছে অনন্ত
ওকে খেতে দিই, ভাত দিই, দু’হাত ভরে মেঘ তুলে দিই
তমোনিশির পর এমনই অতিথিভোর
দুপুরে কষ্টমাখা প্রসাদ, খাও খাও… অনন্ত হে আমার

অভাবের আসনে চাঁদের নক্সাকাটা আয়োজন
তোমাকে বলিনি আমার সাতজন্মের ভুষোকালি লম্ফকথা
মাটির দেয়ালে নেভা আলপনা, বৃষ্টি পোহানো তমাগান
এঁদো রাত্রি, মশা বিলাস, ডুমো মাছির নিত্য কলরতা

সন্ধে নেমেছে আজ, সংকুচিত হাতে কী দেব তোমায়?
এসেছ অনন্ত, বসো পাতে, থালায় এঁকে দাও বিশালতা