সফর: নিলয় নন্দী

0
180

ও হাওয়া, আমার মুখ মুছিয়ে দাও
এইসব অলৌকিক জানালার ধার,
বাড়ি ফেরার ট্রেন
ফেরিওয়ালা আপেল
নীল চশমার ফ্রেম
জীববিষয়ক আগ্রহ বা নদীবিষয়ক
দিল ঢুঁন্ডতা হ্যায় ফির ওহী…

এ এক আশ্চর্য উড়ান
অস্থির মায়াচোখ বা নেহাত নিরাসক্ত ঘরবাড়ি
মেঘ মেঘ বিচ্ছেদ বিচ্ছেদ
পাখিডানা হুইসল বা অনুরূপ সমবৃত্তীয় অঙ্গ
এইসব অনন্ত দ্বিধা ঘাম হয়ে ফুটে থাকে
মুছিয়ে দাও…

স্টেশন নিকটে এলে বিরহী কদম
অকালেই ঝরে যায় তছনছ প্রেম
শরীরে তখনও তুলি, বেপরোয়া ট্রেন
উড়ে যায় দূরে যায় উপশমহীন…