এপিটাফ: শাওন নন্দী

0
35

লোকটা অভিমানের মতো দুপুরে আবছায়া
মেঘলা মতো একলা, গাছপালার মতো মায়া

পাতায় ফুলে সাজানো নয় নিছক এলোমেলো
মাটির সোঁদা গন্ধে কবে বৃষ্টি খুঁজে পেল …

সে থেকে মুখ ফিরিয়ে আছে আয়না রেখে দূরে
লোকটা আবছায়ার মতো দুপুরে রোদ্দুরে

লোকটা মৃদু হাসির মতো কান্না ঢাকা ভিড়ে
কুমোরটুলি ছেড়ে গাঙেই এসেছে ফিরে ফিরে

নিরঞ্জনে বাদ্যি যেন পদ্যে ছেঁড়া পাতা
বিরাট অপচয়ের ঘোরে স্বভূমে উদ্গাতা

লোকটা ভালোবাসার মতো পশ্চিমের ঢালে
সকাল রেখে ফুরিয়ে যাবে মৃদু সন্ধ্যাকালে