ধ্রুব মুখোপাধ্যায়

9979
47321


ধ্রুব মুখোপাধ্যায়

বিশ্বাস

বিশ্বাস – হাঁটে, চলে, গাছে চড়ে চাঁদ খায়।

তারপর বিড়ালের মতো ঘাস খোঁজে।

ঘুরে ঘুরে ক্লান্ত হলে নদীর জলে

বাতাসের আবদার শোনে চোখ বুজে।

বিশ্বাস – মৃত আত্মার মতো দেহ খায়।

চুপিসারে বিষ মেশায় চাঁদে,

মৌচাক ভাঙার ধোঁয়া নিয়ে তাড়া করে,

বিশ্বাস, কাঁচা মাংস, নাৎসি-ইহুদি দিয়ে রাঁধে।

কঙ্কালের চোখে জল দেখবে বলে

কাঁদানে গ্যাসের মতো, আজন্ম অপেক্ষা করে।

সবটাই অভিনয়, পালা বদলের খেলা।

বিশ্বাস – হেসে লুটোপুটি খায়, দশম অবতারে।

ভগবান

অবসরে ক্লান্ত মন এঁকেছিল ছবি।

হাত নেই , পা নেই , শুধু দুটো চোখ।

শান্ত–স্নিগ্ধ–উদ্ধত দুটো চোখ।

সারা শরীরে ক্যানভাসের সাদা রঙ।

বিশ্বাসের ঘোলা জলে ভেসে গেছে সময়;

সুখ–দুঃখ, আলো–আঁধার মিলে মিশে একাকার।

প্রশ্বাসের শব্দেরা খুঁজে মরে ধূপের ধোঁয়া।

চোখ শান্ত; অশান্ত শুধু জীবন–যৌবন–মৃত্যু।

অশান্ত উশৃঙ্খল মন, খোঁজে খাদ্য,

খোঁজে সাপ, কেন্নো, কেঁচো।

ভগবান, তুমি ভালবাসা

থেকে ‘ভয়’ হয়ে গেছো।

যুদ্ধ

বেপরোয়া বাতাসে, মিশিয়েছি চটপটে আতর।

অন্ধকারে ভরা রাত্রিতে – একটা দুমড়ানো চাঁদ।

একটা মুখ থুবড়ে পরা পাহাড়ে – উচ্ছ্বাসের ঝর্ণা।

চারপাসে ছড়িয়েছি মুঠো মুঠো খামখেয়ালি রোদ্দুর–

এই আমার রাজত্ব- দেখো, সাজিয়েছি ঢেলে।

তোমার সাথে যুদ্ধে – এবার জিতবোই বলে।

আলোরা সব ছুটে যায় আগুনের দিকে।

ঝর্ণা মিশে যায় নদীর বিছানায়।

বেপরোয়া বাতাস, খামখেয়ালি রোদ,

মিলেমিশে – কালো মেঘের ঝড়।

ক্যানভাসের জল রঙ ভেসে যায় জলে।

তোমার সাথে এবার, যুদ্ধে  জিতছি বলে।

নিষ্ঠুর চোখে ধরা দেয় ধুলো মাখা রামধনু,

আমার বুড়ো তরোয়ালের মরচে

মিশে যায় চোখে মুখে সমগ্র শরীরে।

স্বস্তির প্রশ্বাসে স্নান করে অসময়ের বৃষ্টি।

হিসাবেরা সব মিশে যায় বেহিসাবের দলে,

জিতল যুদ্ধ – আমি, হার মেনে নিলাম বলে।

9979 COMMENTS

  1. I think this is among the most significant information for me.
    And i am glad reading your article. But want to remark on some general things, The web site style is great, the articles is really great
    : D. Good job, cheers

  2. I am really loving the theme/design of your blog.
    Do you ever run into any web browser compatibility issues?
    A small number of my blog audience have complained about my website not
    working correctly in Explorer but looks great
    in Firefox. Do you have any advice to help fix this issue?

  3. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is required to get setup?
    I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very web savvy so I’m not 100% sure.
    Any tips or advice would be greatly appreciated.
    Thanks

  4. Awesome site you have here but I was wanting to know if you knew
    of any discussion boards that cover the same topics discussed in this
    article? I’d really like to be a part of group where I can get feed-back from other experienced individuals that share
    the same interest. If you have any recommendations, please let me know.

    Thanks!

  5. I really like your blog.. very nice colors & theme. Did you create this website yourself or
    did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to construct my own blog and would like to know where u
    got this from. thanks