ঘুম: অভিজিৎ বেরা

0
36

প্রতিবার ঘুম থেকে উঠে, একটা লাইন কুড়িয়ে পাই, স্বপ্নে।
গুছিয়ে রাখি খাতার ভাঁজে, যাতে পালাতে না পারে,
ভাঁজে থেকে থেকে সে বাড়ে, বাড়তে বাড়তে
আস্ত কবিতা হলে তাকে বার করি খাতার বাইরে
গুবগুবা বাজাই, আনন্দ করি
আমার হাতে একটা আনকোরা কবিতা !
পড়ে শোনাই জনে জনে, সবাই মুগ্ধ হয়ে শোনে।
আশ্চর্য সব লাইন ! কত হাততালি পাই
আমার কবিখ্যাতি হয়।
নেশা জাগে, আমার আরও চাই
আরও খ্যাতি, আরও স্তুতি…
লোভে, ঘুমিয়ে পড়ি, স্বপ্নে…
এদিক ওদিক সেদিক
লক্ষ লক্ষ লাইন!
কুড়োতে যাই, নিজেকে জাগাই।
দেখি—আর জাগছি না,

যেন, সে ঘুম— চিরকালীন !