মনোনয়ন: অয়ন বন্দ্যোপাধ্যায়

0
303

দুহাতে দুচোখ নিয়ে ঘুরে বেড়ালাম এতকাল
রেটিনা-ওপড়ানো-মণি : সাদা অংশে লাল দানা-দানা…
কেউ দেখতে পায়নি তা’; দেখে শুধু অন্ধের অকাল—
খিস্তি-মেরে চলে গেছে। বলছে : ‘এ মা, চোখ থাকতে কানা’

বিক্রি-করে-দেব এদের কলকাতার পাহাড়িয়া-বাঁকে…
যেখানে মার্কেট-গিরি— উঁচু-উঁচু শৃঙ্গ-শপিংমল…
‘প্রাইস ট্যাগ’ লটকে-প’ড়ে ঝাঁ-চকচকে কাচমোড়া তাকে—
শারদীয়া উৎসবের ধুমে— অন্তর্ভেদী, অতন্দ্র, অতল…

ঘুরে-ঘুরে উড়ছে কারা সঙ্গীসহ পাকদণ্ডী-বেয়ে…
গলি পেলে চান্স-মারছে। পাতা টানে। মাল খেয়ে উল্লাট।
‘কারখানা’— যাদের ‘শিল্প’ : ‘নারী’ বলতে যারা বোঝে ‘মেয়ে’—
দশহাজারকোটি-চাউনি : ছড়িয়ে-পড়ছি তামাম-এ-তল্লাট…

মাথার পিছনেও চাও, নিজের গহীনে চেয়ে দ্যাখো,
ব্রহ্মাণ্ড-ই দেখতে পাবে— ত্রিভুবন— শূন্য থেকে একও