হাহাকার: দিব্যেন্দু ঘোষ

0
341

এবারের দশমীতে সমস্ত দম্ভ
বিসর্জন দিয়েছি নাওভাঙার জলে

এবছর বৃষ্টি হয়নি, জল কম নদীতে

দেখি আবার সব জীবন্ত হয়ে
উঠে আসছে আমার শরীরে

ক্রমশ বুক ফুলছে, চোখ দু’টো হয়ে আসছে লাল
আমি আবার বিদ্রোহের কবিতা লিখব আগামীকাল

সবাই বলছে প্রেমের কথা, চাঁদের গায়ে জ্যোৎস্না
কিন্তু হাওয়া অফিস বলছে মেঘের খবর নেই

বৃষ্টি অধরা… বৃষ্টি অধরা…

ভরদুপুরে বীজতলা থেকে
কৃষক দম্পতির চাপা কান্না ভেসে আসে

মাঠে খরা… মাঠে খরা…

বলো কাব্যের আকাশ
বলো সভ্যতার সাম্য

তাহলে কী খাবে আগামীতে দেশ

তরুণ কবির দম্ভ ?