হিংসুটে সেই ছেলেটা: স্মরণজিৎ চক্রবর্তী

0
148

কার দিকে চোখ? কোথায় তোমার মাথা?
কার আঙুলে আঙুল ছুঁয়ে আছে?
অমন ঘেঁষে দাঁড়িয়ে আছো কেন?
ভ্রমরও তো যায় না অতো কাছে!

মুখ লুকিয়ে কীসের অত হাসি?
সারাটাদিন কীসের এত মেসেজ?
নদীর জলও আয়না মুছে ফেলে
সে-ই বা কেন এমন দাঁড়ায় এসে?

এতটা ছাড় দিয়েছ কেন তুমি?
বন্ধু শুধু? বন্ধু কেমন জানি
ওর দেওয়া বই বুকের কাছে রাখো
আমি তো সব ফালতু কিনে আনি!

মাথার মধ্যে আছড়ে পড়া ঢেউ-এ
হিংসুটে মন উল্টে নৌকা ডুবি
অন্যকে আজ তোমার সঙ্গে দেখে
রেগে যাচ্ছি… রেগে যাচ্ছি খুবই