অরুণ পাঠক

9714
25852


অরুণ পাঠক

শূন্য দশকের কবি। জন্ম ১৯৭৬ সালে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পিতৃভিটেতে আজন্ম বসবাস। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্য- এ স্নাতকোত্তর এবং ওই একই বিশ্ববিদ্যালয়ের অধীন ফকিরচাঁদ কলেজ (বি.এড বিভাগ) থেকে শিক্ষক শিক্ষণ ডিগ্রিপ্রাপ্ত। শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ এগারোটি। সম্পাদিত পত্রিকা: সাহিত্যের বেলাভূমি।

প্রতিষ্ঠান

ভেঙে পড়া স্বপ্নের টুকরোগুলোই জীবন
যে কোনও দিন একটা ধৈর্যের মতো অনুভূতি
তার আর্তস্বরে বোধি জন্মে গেছে
তাই এত পরিণত কান্নার গহন
পরমার্থ মগজের ব্যবহার যত রপ্ত হয়
তত লিখি, মৃত্যুর আগের শব্দই মুহূর্ত
তাই অনুভূতি মূল্যবান, সহানুভূতিও
নীতিকে পুনর্নির্মাণ করাও সহজ
যেন উদাহরণের বন, সীতা এসে পঞ্চবটী
করেছে তাহাকে, আমরা তার পাদস্পর্শে
ফুটে উঠতে দেখি ধনুক টংকার
জীবন তো মায়ামৃগ নয়, স্বেচ্ছাচারী ব্যাধ
তার ভাষা, তিরের তীক্ষ্ণতা নিয়ে সম্মুখে দাঁড়ায়
আমি রাস্তা খুঁজি, জীবন নিজেই এক প্রতিষ্ঠান
তাকে বারবার ভেঙে ফেলাই আমার কাজ

আলো

কত কিছু না-দেখেও জানি। অর্থাৎ জানার মধ্যে
দেখার একটা অংশ আছে। অথবা না-জানা দেখার
উল্লাস আমাকে স্তব্ধ করে দেয়। সহজ বৃষ্টিপাতে তুষার লেগে থাকে; ভাগীরথী নদীতে কোনও হৃদ্য সাগর। মাটির আসনে কোনও ক্ষমতা নেই অথবা সমস্ত ক্ষমতাই মাটির আসন, দানবদানার মতো অঙ্কুরিত হয়েই চলেছে। মাটির ধৈর্য মাটিকে পাথর করে দেয়। পাথরের সহনশীলতা আমাদের হৃৎপিণ্ড হয়ে জেগে থাকে। দেহ থেকে দূরে, কতদূরে সে হৃদয় নামের কোনও গানের কলির জন্য কাজ করে সারাটা জীবন। এভাবেই খণ্ড খণ্ড দেখার বিশ্রামে অনন্ত ব্রহ্মাণ্ড জেগে আছে। এককণা মাটির গুহায় তার সব স্মৃতি আলো হয়ে আছে।

জ্ঞান

আগুন যতটা শান্ত জল ঠিক ততখানি স্থির নয়
মৃত্যু অবধি দেখতে পেলে আমরা জানব
সেখানে আছে
নির্ভরতার তীর আর স্তব্ধ শান্তি
এইসব বিস্ময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে
আমি যতই ফুল ফোটা দেখি
আমার আয়নাকে কখনোই স্পষ্ট নির্বাহক বলে মনে হয় না
দুচোখে অহং আধিপত্যের নতুন উপনিবেশ
যা দেখাচ্ছে, দেখছি
পার হয়ে যাচ্ছি আকাশ কুসুম থেকে চয়িত বিশ্বাস
এর কোনোটাই নির্ণায়ক নয়
বাস্তব যতক্ষণ না মুছে দিচ্ছে বিভ্রম রচিত
সব সান্ত্বনা
ভাষার মায়াবী জাদু, অর্থের কুহক
জ্ঞান আপাত মমতা নিয়ে আত্মপোষন করবেই

9714 COMMENTS

  1. I have read some just right stuff here. Certainly worth bookmarking for revisiting. I wonder how much effort you place to create one of these wonderful informative web site.

  2. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

  3. Only wanna remark on few general things, The website style and design is perfect, the subject material is really excellent. “In business school classrooms they construct wonderful models of a nonworld.” by Peter Drucker.