বিরহ-পদাবলী: সৌমী গুপ্ত

0
354

আকাশ থেকে অশ্রু ঝরে কার?
লুকিয়ে কেন মেঘের বাড়ি থাকো?
এ ভরা বাদর বিরহের কারবার
বুকের ভিতর কার ছবি তুমি আঁকো?

চিরদিন কানু মন্দিরে মোর
বনমালী তুমি ভাগ্যে নেই
এ শহর মেঘে ঘনঘটা ঘোর
বৃষ্টি মানে বুঝি তোমাকেই

যতটুকু আজ দিয়েছি ক্ষত
অশ্রুতে সব রেখেছি মেপে
নব জলধর বিজুরি যত
ফিরে দেখি অতি সংক্ষেপে

এ বরষায় তুমি একাই নাব্য
রাধিকার চোখে মনখারাপ
শুনো মন্দির বিরহ-কাব্য
শহরে তুমুল নিম্নচাপ