ভর: সুমন ঘোষ

0
34

হাত-বদলের হাসি আমাকে আশ্বস্ত করে নৌকা খুলে রাখে।
এবার পতন হবে: যেমন দক্ষিণা দেবে এই পরপারে
মন্ত্রোচ্চারণে কাঠের তৃষ্ণা তেমনই উজ্জ্বল হবে
অমাবস্যা ঢালা হবে শ্বেতকরবীতে

তুমি কি মাধবী ছিলে?
জলতলে অনাগত নিমগ্ন সূর্যাস্ত?
পাতাবাহারের রাতে কোমল কড়ির খেলা এমন উদিত হবে শ্রীপুষ্পসঙ্কটে
না জানি আকর্ষ তার কার কাছে ভেসে ভেসে যাবে

খুঁটে বাঁধা অভিকর্ষ–এমন আরতি হাতে তার
মেলাবে কি মেলাবে না প্রশান্ত কিনারে
আমি সেই ভয় নিয়ে বাঁচি
সুন্দর ডোবাই পাত্রে। কনিষ্ঠায় ধরে রাখি ভর।

আনমনে বিড়বিড় করি: কিছু নয় সনাতন, তুলনাটি ক্ষীণ।
যদি পারো মৌন হতে দাও।