সাহানুর হক (Sahanur Hoque)
আঁধি
আমি একদিন খুব ভোরে নগ্ন পায়ে দেদার বেরিয়ে পড়ব ছায়াপথের মতো পথে,
উপন্যাসের মতো দীর্ঘায়িত উটের শহরে
সীমানা পেরিয়ে খুব কাছে যখন বাতিস্তম্ভগুলি...
দেবার্ঘ সেনে (Debardha Sen)
মান্দাস
ভাঙা আদর্শের চাদরে
লেগে আছে রাত
ধাপে ধাপে আবাদ, তোমার আমার।
শুধু আমার কাছে
শাঁখা ভেঙে
নিঃশুল্ক লাল চেয়েছিলে।
আধুনিক আজ হয়েছে উত্তর
তুমি মান্দাসে বইয়ে দিয়েছ তোমার
সকল...