অমিতকুমার বিশ্বাসগানসমস্তদিনের শেষে গান এলেরক্ত ছলকে ওঠে ঢেউএক-একটা ঢেউ ক্রমশ ভাসিয়ে নেয়... হলুদ বিকেল...পোড়া বাঁশি....আর আমার কিশোরী মায়ের স্বরলিপির ছেঁড়া খাতাদিগন্ত পেরিয়ে যখন গান আসেএকটু- একটু ভিজতে থাকি আমিভিজে যায় সংকীর্ণ সাঁকো,মৃতগাছঈশ্বরীর প্রতিশুনছো?পালক ঝরছেধোঁয়া-ওঠা তপ্ত সাদাভাতের মতোশুশ্রুষাময় পালক ঝরে পড়ছে হেমন্তভোরে।কেউ কি অাসবে?কালো চিতার মতো রোমশ অন্ধকার ক্রমশ গিলে...