দোষ: কস্তুরী সেন

0
236

বেদনা, পরমসত্য তীরে এসে ডুবে যাবে তরী
বেদনা, পরমসত্য এর উপর আর কথা নেই
বেদনা, পরমসত্য পথে চলবে,
সে তোমার সাথে চলবে না
অথচ আরোগ্য সে-ই, দূরে বসে একমাত্র সে-ই পরিত্রাণ
বেদনা তাকেই পালটা দোষ দাও,
যত ভুল একমাত্র তার
সেও তো তোমায় চেনে, সেও জানে পাতা উলটে
পরে চলে যাওয়া
বেদনা পরমসত্য, এর কোনও শেষ নেই বলতে বলতে জেনে রাখা
প্রত্যেক মুহূর্ত শুধু শেষবার,
এইমাত্র, আর ফেরা নেই
বেদনা, পরমসত্য, সমস্ত জানার মুখে একবিন্দু অন্তিমের জল
তাকে বলবে? তোমার বলার পথে এতদূর সেও বুঝি একত্রে আসেনি?