সোনালী ঘোষ

0
112


সোনালী ঘোষ 

জন্ম: ১৯৮৬
শূন্য দশক থেকে লেখালিখি।
থাকেন কল্যাণীতে।
বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।

স্রোত


বৃষ্টি থামার পর,
জান্তব ফোঁটাকে জিগ্যেস করেছিলাম,
‘এত নিখুঁত তালিম
পেলি কোথা থেকে?’


প্রচ্ছদ ছেঁড়ার পর,
মনের গভীরে
যে কষ গড়ায়,
সে তো চন্দন ঘষা জল!


বিদ্রোহ যার কাছে গিয়ে
নীরব হয়ে আসে,
তাকে আমি বলি
নিষিদ্ধ প্রেতপুরী।


কত মুহূর্ত যায় ভেঙে
গুঁড়িয়ে যায় হিরোসিমা,
অবাধে তৈরি সরণীর কাছে
বেফিকর দিল রাখব না…


দফায় দফায় স্বীকারোক্তি
ঋণের জালে বইছে ভার,
হেরে গিয়েও ফিরে আসাতেই
আসল প্রেমের অঙ্গীকার।