গুচ্ছ কবিতা: সঞ্চারী ভৌমিক

0
138

জীবনের গান

 

প্রত্যাখ্যানের মধ্যে সমস্ত আশ্চর্য রাস্তাগুলো লুকিয়ে আছে

পৃথিবীর বুকে জর্জ বিশ্বাসের গানকে জড়িয়ে ধরে দীর্ঘ করছে আয়ু রেখা

ছেঁড়াতার বেঁধে ফেলতেও চান কেউ কেউ

কিন্তু,

ওই যে মন আর মস্তিষ্কের ‘ম’ আলাদা

তাই, যাকে সবচেয়ে বেশি ভালোবাসো

তাকে বলো না কখনও, ‘ভালোবাসি!’

 

 

অভিসম্পাত

শব্দের সঙ্গে বহুকাল সম্পর্ক না থাকলে দূরত্ব বাড়ে

ভেতর ভেতর ভয় তাড়া করে

যদি কোনও শাপ লাগে কলমের গায়ে

লিখতে গেলে থমকে যায় কলম

অথচ,

কলমের কাছে থাকাই ছিল ভবিতব্য

তবুও, কী দারুণ পরিহাস

আজ সব আছে

কেবল সেই কলম অক্ষর সাজাতে ভুলে গ্যাছে!

 

মুখাগ্নি

 

আগুন ছুঁয়ে বলে এসেছি

জন্মান্তরে তোমাকে আবার পাবো

চারিদিকে এত ছাই, আগুন

তবুও নেই কোনও উত্তাপ

সব পুড়লো, কেবল রইল পড়ে অস্থি

যে রইল, সে রয়েই গেল

গঙ্গাবক্ষে ভেসে গেল প্রিয় নাম – সম্পর্ক!