পল ভেরলেন

7845
21390


পল ভেরলেন | (১৮৪৪-১৮৯৬)

কবি হিসেবে বোদলের, র‍্যাঁবো ও মালার্মে-র সঙ্গে এক নিশ্বাসে উচ্চারিত হয় পল ভেরলেন (Paul Verlaine)-এর নাম। অন্যভাবে বললে, উনিশ শতকের শ্রেষ্ঠ কবিদের একজন তিনি। জন্ম ৩০ মার্চ, ১৮৪৪ আর মৃত্যু ৮ জানুয়ারি, ১৮৯৬। উনিশ শতকের শেষ ভাগ দেখেছে তাঁর দুরন্ত ও মাত্রাহীন অসংযমী জীবনের সঙ্গে প্রতিভাশালী এক কবিশক্তির স্ফূরণ, খ্যাতি ও মৃত্যু। নিজের শর্তে তিনি বেঁচেছেন। রাষ্ট্র, সমাজ, লোকভয় কিছুই তাঁকে নিরস্ত করতে পারেনি। কবিচেতনা তৈরি হয়েছে বোদলের পড়ে, এ কথা নিজেই বলেছেন ভেরলেন। বোদলের-এর “তীক্ষ্ণ ইন্দ্রিয়চেতনা, সূক্ষ নিপীড়িত মন, তামাকে চোবানো ইনটেলেক্ট ও অ্যালকোহলে পোড়া রক্ত” তাঁকে কবিতার জগতে প্ররোচিত করেছে। জন্মেছেন উত্তর-পূর্ব ফ্রান্সের মেজ শহরে, কিন্তু পিতার চাকরিসূত্রে বড়ো হয়েছেন প্যারিসে, এখানেই পড়াশুনা ও তাঁর চাকরি। তাঁর শেষ দিনগুলো কেটেছে ড্রাগনির্ভরতা, অ্যালকোহলিজম ও দারিদ্রের মধ্যে। কিন্তু কবি হিসেবে মানুষের ভালোবাসাও কম পাননি। তাঁর প্রথম দিকের রচিত কবিতা পুনরায় পড়া শুরু হয়েছে। যত তিনি মৃত্যুর দিকে এগিয়ে গেছেন, কবি হিসেবে তাঁর গুরুত্ব তত বেড়েছে। তাঁর প্রধান কাব্যগ্রন্থগুলো হল ‘লা বন শাঁসঁ’ (১৮৭০), ‘রোমাঁস সাঁ পারোল’ (১৮৭৪),‘সাগেস’ (১৮৮১), ‘যাদি এ নাগুয়ের’ (১৮৮৪), ‘আমুর’ (১৮৮৮) ও ‘বনর’ (১৮৯১)। অনূদিত কবিতাগুলো ‘পোয়েম সাত্যুর্নিয়েন’ (১৮৬৬) ও ‘সাজেস’ (১৮৮১) কাব্যগ্রন্থদুটি থেকে নেওয়া হয়েছে।

ফরাসি থেকে অনুবাদ | সৈয়দ কওসর জামাল

শরতের গান

(Chason d’automne)

শরতের দিন
ফুঁপিয়ে কেঁদেছে তার বেহালায়
আমার হৃদয় ডুবে যায়
তার সেই ক্ষীণ
স্বরবৈচিত্রবিহীন
একটানা সুরে।

ব্যথায় ফ্যাকাসে
আমার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসে
যখনই গম্ভীর ঘন্টা বেজেছে প্রহরে
সমস্ত হারিয়ে যাওয়া দিন
ফিরে আসে মনে
আমি কেঁদে উঠি।

আমি যাই
যেখানে বাতাস নিয়ে যায়
এলোমেলো খাপছাড়া
এখানে ওখানে
যখন যেদিকে গতি
যেন এক নিষ্প্রাণ শুকনো পাতা।

 

গোধূলিসন্ধ্যার প্রহেলিকা

(Crépuscule du soir mystique)

গোধূলিসন্ধ্যার স্মৃতি
অগ্নিবর্ণ দিগন্তে জ্বলেছে, তারা কাঁপে
শিখার ভিতরে আশা দূরে চলে যায়
বেড়ে ওঠে বিভেদের প্রাচীর যেমন
যেখানে অনেক ফুল, সেখানেই জাগে প্রহেলিকা
–ডালিয়া, ঝুমকোফুল, লিলি, ও টিউলিপ—
জাফরির চারপাশে বেড়ে ওঠে, ক্রমশ ছড়ায়
তাদের নিঃসৃত বায়ুপথে ভারী ও উষ্ণ সুগন্ধের
সঙ্গে বিষ
–ডালিয়া, ঝুমকোফুল, লিলি, ও টিউলিপ—
গ্রাস করে আমার চেতনা
মন এবং আমার যুক্তি
প্রবল মূর্ছায় মেশে গোধূলিসন্ধ্যার যত স্মৃতি।

বনের ভিতর

(Dans les bois)

সরল অথবা যারা অত্যন্ত অলস,
দেখি, শুধু তারাই বনের ক্ষীণ রূপ খুঁজে পায়
মুক্ত বাতাসে শ্বাসপ্রশ্বাস আর উষ্ণ সুগন্ধের কথা বলে, তারা সুখী!
অন্যরা সেখানে আটকে পড়ে—সন্ত্রাসের রহস্যজটিল স্বপ্ন দ্যাখে

তারা খুশি! আর আমি, স্নায়ুচাপগ্রস্ত, আর এক অনুতাপ
প্রবল ও অস্পষ্ট ভয়, উপশমহীন
বনের ভিতিরে যেতে গিয়ে আমি কেঁপে উঠি ভীরুর মতোন
যে শুধু ফাঁদের ভয় পায়, ভাবে মৃতের সঙ্গে দেখা হয়ে যাবে

এই বড়ো বড়ো গাছের শাখারা ঘুরেও দ্যাখে না,
যখন নিকষ কালো স্তব্ধতা নেমেছে, আরো বেশি ঘন ছায়া,
সব অন্ধকার আর অমঙ্গল-সজ্জা
আমাকে ডুরিয়ে দেয় সাম্ন্য অথচ এক গভীর সন্ত্রাসে।

গ্রীষ্মের সন্ধ্যায়, বিশেষত, সূর্যাস্তের লাল রঙ
মিশে যায় কুয়াশার ধূসর নীলের সঙ্গে,
যা রাঙায় আগুন ও রক্তকে; আর দূরে সন্ধ্যা-আরতির ঘন্টাধ্বনি
কানে আসে যেন এক শোকার্ত ক্রন্দন ক্রমশ এগিয়ে আসছে

প্রবল বাতাস ওঠে, গরম ও ভারী, আর শরীরে কম্পন
আসে আর চলে যায়, সর্বদা প্রবল হয় ছায়ার ভিতর
লম্বা ওক গাছের ছায়া আরো বেশি গাঢ়, তুমুল আচ্ছন্ন থাকে
গোটা পরিসরজুড়ে, জলাভূমি থেকে ওঠা বাষ্পের মতোন।

রাত্রি আসে। পেঁচা উড়ে যায়। এই সে মুহূর্ত
যখন ভেবেছি আমরা সরল পূর্বপুরুষদের সরল কাহিনি…
ঝোপের আড়ালে, ওইখানে, ওইখানে, উষ্ণ প্রস্রবণ
শব্দ করে যেন তারা হত্যাকারী, যোগ দেয় সংগীতানুষ্ঠানে।

রাতের আবহ

(Effet de niut)

রাত। বৃষ্টি পড়ে। ধূসর আকাশ ছিন্নভিন্ন করে দেয়
সন্ধ্যার আকাশপটে দিনের তূণীর আর স্তম্ভ ছিল যত
লুপ্তপ্রায় গথিক শহর থেকে দূর অন্ধকারে।
সমতল। ফাঁসি-হয়ে-যাওয়া বিস্মিত মানুষে পূর্ণ ফাঁসিমঞ্চ
কাকদের ঠোঁটের আঘাতে কম্পমান
নাচছে অপ্রতিদ্বন্দ্বী দ্রুত তালবাদ্যের কালো বাতাসের মধ্যে,
যখন তাদের দুটি করে পা নেকড়েদের খাদ্য।
বিক্ষিপ্ত ও কাঁটাঅলা কিছু ঝোপ, আর কিছু
পূত বৃক্ষ প্রতিপালন করছে তাদের শাখার সন্ত্রাসকে,
ডান দিক ও বাঁদিকে,
এ পটভূমির কালিমাখা আজেবাজে জিনিষের ওপরে।
এরপর তিনজন পাঁশুটে কয়েদি, যারা খালি পায়ে ছিল
তাদের সঙ্গে লম্বাচওড়া প্রহরীরা মার্চ করে চলে
হাতে মইয়ের মতো দেখতে লৌহদণ্ড
উল্টোদিক থেকে আসা বৃষ্টির ছাঁটে জ্বলজ্বল করে ওঠে।

চেনা স্বপ্ন

(Mon rêve familier)

প্রায়শই এমন বিস্ময়কর মর্মভেদী এক স্বপ্ন দেখি
অচেনা রমণী এক, যাকে আমি ভালোবাসি, ভালো সেও বেসেছে আমাকে
সবসময় স্বপ্ন একই থেকে, তাও নয়
তবে খুব বেশি অন্যরকমেরও নয়—নারীটি আমাকে বোঝে, ভালোবাসে।

যেহেতু সে আমাকেও বোঝে, আর জানে স্বচ্ছ আমার হৃদয়
শুধু তারই জন্য, হায়! সমস্যা হয় না
শুধু তার জন্য এই আমার ফ্যাকাসে মুখের আর্দ্রতা যত মুছে যেতে পারে
মুছে যেতে পারে ভেজা কান্নার দাগগুলো।

তার চুল বাদামি, সোনালি, কিংবা লাল? জানি না তা।
নাম তার? মনে পড়ে অতি সহজ অথচ সাংগীতিক
অন্য সব প্রেমিকার মতো, জীবন যাদের পাঠিয়েছে নির্বাসনে।

দৃষ্টি তার মূর্তির মতোন
আর কণ্ঠস্বর তার দূরবর্তী, শান্ত এবং গম্ভীর
স্বরের ওঠানামা তার সেইসব কণ্ঠের মতোন, যারা স্তব্ধ হয়ে গেছে বহুদিন।

 

সূর্যাস্ত

(Soleils couchants)

দুর্বল ভোরবেলা
প্রান্তরজুড়ে ঢেলে দিয়ে যায়
বিমর্ষতা
সূর্যাস্তের

বিমর্ষতা
ঘুম পাড়ায় মধুর গানেদের
আমার হৃদয়, যা ভুলে যায়
সূর্যাস্তের সঙ্গে।

অবাক-করা স্বপ্নগুলো
সূর্যের মতো
অস্ত যায় প্রতিটি আঘাতে,
রক্তাভ ভূতগুলো,বিরতিহীন হাঁটে
তাদের চলা যুদ্ধযাত্রা
বড়ো সূর্যের দিকে,
সূর্য ডোবে আঘাতে আঘাতে।

অভিমানী পদচারণা

(Promenade sentimentale)

সূর্যাস্ত ছড়িয়ে দেয় তার প্রধান রশ্মিগুলোকে
বাতাস দোলায় জলের লিলিকে
বড়ো লিলিগুলো ছিল গুল্মের ভিতরে
শান্ত জলের ওপর তারা দুঃখে জ্বলে উঠেছিল।
একা একা ঘুরছিলাম আমি
ক্ষতটি আমার সঙ্গে ছিল
পুকুরের ধার ধরে উইলো গাছের নীচে দিয়ে
যেখানে অস্পষ্ট এক তরল কুয়াশা
আবাহন করেছিল
ছায়াগ্রস্ত ভূত, হতাশায়
কেঁদেছিল হাঁসেদের মতো কণ্ঠস্বরে
মনে পড়ে তাদের ডানাঝাপটানো,
উইলো গাছের নীচে যেখানে হেঁটেছি আমি একা
হেঁটেছে আমার সঙ্গে আমার সে ক্ষত;
অন্ধকার আসে সূর্যাস্তের বড়ো বড়ো রশ্মিগুলো
ঢেকে দিতে তাদের বিবর্ণ তরঙ্গের ভাঁজে
জলের লিলিরা থাকে গুল্মের ভিতরে
বড়ো লিলিগুলো শান্ত জলের ওপর।

শোনো মধুর গান 

(Écoutez la chanson bien douce)

শোনো মধুর গান
যার কান্না শুধু তোমাকে খুশি করতে চেয়েছে অনুক্ষণ
খুব সংযত এ গান মৃদু, তোমাকে স্মরণ
যেন ফেনার ওপরে জল মৃদু কম্পমান

এই কণ্ঠ চেনা তোমার (এবং অতি প্রিয়)
তবু এখন ছদ্মবেশ এবং আড়াল
স্বামীহারানো দুঃখী নারী গাইছে কিয়ৎকাল
এখনও দ্যাখো গর্ব তার স্পষ্ট লক্ষণীয়,

তার পোশাকে লম্বা ভাঁজ, ভাঁজের ফাঁকে ফাঁকে
ফুঁপিয়ে ওঠে শরৎকালে হাওয়ার স্পন্দন
কখনো লুকোয় কখনো দেখায় বিস্মিত তার মন
যেন সত্য উদ্ভাসিত নক্ষত্র হয়ে থাকে,

যখনই কথা বলে ওঠে সে, গলার স্বর লুকোনো থাকে না
এ মহত্ব জীবনকথা আমাদের
ঘৃণার কথা আর ঈর্ষার, সব প্রশ্নের
জবাব নেই, থাকে না কিছু, মৃত্যু আসে, কতদিনের চেনা।

সে শুধু গৌরবের কথাই বলে
সহজ হতে হয়েছে বাগাড়ম্বরহীন
সোনালি আর নম্র এক বৈবাহিক দিন
জয় না চেয়ে শান্তিসুখ চেয়েছে অন্তঃস্থলে।

স্বাগত জানাও, এখনও শোনো তার কণ্ঠস্বনন
যেখানে জাগে এই বিবাহের গান
এসো, এর চেয়ে উৎকৃষ্ট কীভাবে হবে আত্মার স্নান
কীভাবে আর দুঃখহীন হতে পারে মন?

দুঃখে আছে, এবং অপসৃয়মান
সে আত্মার কষ্ট খুব, তবু ক্রোধ নয় সর্বনাশা
অথচ দ্যাখো, কী স্পষ্ট তার সারগর্ভ ভাষা
তুমি শোনো এ মর্মকথা, গান!

জানি না কেন তিক্ত আমার মন

(Je ne sais pourquoi mon esprit amer)

আমি জানি না কেন
তিক্ত আমার মন
চিন্তিত ও উন্মত্ত ডানা মেলে উড়ে যায়
সমুদ্রের ওপর দিয়ে
যাকিছু আছে আমার প্রিয়
ভয়াল ডানা থেকে
আমার প্রেম ঢেউয়ের ওপর দিয়ে
দুশ্চিন্তায় ঘোরে
কেন, কেন?

সিগাল গূরে বিমর্ষ হয়ে ওড়ে
অনুসরণ করে ঢেউ এবং আমার চিন্তা
তাদের থেকে স্থির আকাশের
নীচে উড়ে যাওয়া বাতাসেরা, আর
আকাশেরও পক্ষপাত ধরা পড়ে
যখন বাঁকা ঢেউয়ের মধ্যে সিগাল দূরে
বিমর্ষ হয়ে ঘোরে

সূর্যালোকে
ও স্বাধীনতায় মত্ত,
প্রবৃত্তির দেখানো পথে সে উড়ে যায়
ব্যাপ্তির দিকে
গ্রীষ্মের মৃদুমন্দ হাওয়া বয়
সোনালি মেঘের ওপর দিকে
শান্তভাবে দরজা খুলে দেয় ঊষ্ণ
অর্ধচেতনে।

কখনও তার আর্ত চিৎকার ওথে
তাকে দূর থেকে সতর্ক করে দিক পাইলট
একসময় হাওয়ায় প্রশ্রয় তার,
ভেসে থাকে
আবার দ্রুতবেগের সঙ্গে নামে,
বিক্ষত ডানা তার
এদিকে ফেরে, তারপর তার
সে কী ক্রন্দন চিৎকার দুঃখী হৃদয়ের।

আমি জানি না কেন
আমার তিক্ত মন
চিন্তিত ও উন্মত্ত ডানা মেলে উড়ে যায়
সমুদ্রের ওপর দিয়ে
যাকিছু আছে আমার প্রিয়
ভয়াল ডানা থেকে
আমার প্রেম ঢেউয়ের ওপর দিয়ে
দুশ্চিন্তায় ঘোরে
কেন, কেন?

ক্লান্তিকর সহজ কাজের মধ্যে তুচ্ছ এ জীবন

(La vie humble aux travaux ennuyeux et faciles)

ক্লান্তিকর সহজ কাজের মধ্যে তুচ্ছ এ জীবন
নিজেই নিয়েছি তুলে, চেয়েছি অনেক ভালোবাসা
উৎফুল্ল থাকো, বলি, যখন বিষণ্ণ দিন আসে একে একে
শক্ত হও, চলে যেতে দাও এই দিন সর্বনাশা।

শুনো না, শুনো না বড়ো শহরের গোলমাল হৈচৈ
প্রভু হে আমার, ডেকেছে গির্জার ঘন্টা চূড়া থেকে
শহরের এইসব নির্বোধ কাজের তুমি প্রতিপক্ষ হও
শুরু করো তুমি একই কলরব ওদের মতোই।

ঘুমোও পাপীর গৃহে, এই হোক অনুতাপ-রীতি
ভালোবাসো নৈঃশব্দ্য শুধুই, তবু কথাপাল করো
ধৈর্য এত প্রবল আকার, মধ্যে তার বৃহৎ সময়-ব্যাপ্তি

অবুঝ অনুশোচনা মিশে আছে অনম্য বিবেক-তাড়নায়
তার সব যত্ন করে দীন সততার
–ভুলে যাও, বলেন অভিভাবক দেবদূত, যার গর্ব
উচ্চ মূল্য চায়।

বড়ো শহরে জন্ম শিশুর

(Né l’enfant des grandes villes)

বড়ো শহরে জন্ম শিশুর
বিদ্রোহ সব স্তিমিত, পদানত
খুঁজেছি এত পেয়েছি এত
স্বপ্ন দেখার প্রবল আগ্রহ
কিছু নেই তার, সমস্ত দুঃসহ!

মৃদু কণ্ঠে জানিয়েছিলাম বিদায় তাদের
যারা বদলে যাওয়া পেয়েছিল টের
বিদায় স্ফূর্তি, সুখবিলাস
এবং ভালোবাসার ছিল যেসব অভিলাষ
আমার প্রিয় হে প্রভু, তোমার বাইরের!

আমাকে ক্রুশ তুলে নিয়েছে তার ডানায়
আমাকে নেয় চিরউদ্যমী দেশে
যেখানে শান্তি, প্রায়শ্চিত্ত অপার স্তব্ধতায়
এবং আছে তিক্ত বৃত্তি, অবশেষে
ন্যায়পরতা দেখতে চেয়ে অবহেলা জোটায়।

আমার প্রিয় বিনয় অবতার
জল দাও আমার উদারতায়
সিক্ত করো তাকে তোমার চিরজীবিত ধারায়
মন হে আমার, সুন্দর এ মৃত্যু দেখতে তুমি
বেঁচে থাকবে না আর।

 

দীর্ঘ কালো ঘুম

(Un grand sommeil noir)

দীর্ঘ কালো ঘুম
নেমেছিল আমার জীবনে :
ঘুম, সব আশা
ঘুম, সমস্ত আকাঙ্ক্ষা!

দেখতে পাই না কিছু আর
অবলুপ্ত স্মৃতি
ভালো কিংবা মন্দ…
ও আমার দুঃখকথা!
দোলনার মতো এই আমি
কোনো হাত এসে ঠেলা দিক
ভূ-কক্ষের শূন্যতায়
স্তব্ধতা, স্তব্ধতা!

7845 COMMENTS

  1. সবকটি কবিতাই দারুন। অনুবাদ অতি চমৎকার। ‘জানি না কেন তিক্ত আমার মন কবিতায় দ্বিতিয় স্তবকের প্রথম কাইন্টার অরথ বুঝিনি। আসলে শৃগাল শব্দের পরে যে শব্দ রয়েছে সেটি র অর্থ জানা নেই। শরতের গান কবিতাটি দেখলে মনে হয় লোরকার কবিতা পড়ছি। La gutarra, ভেরলেন উচ্চারণ হবে আজ জানলাম, আগে জানা ছিল ভেরলেইন।

  2. Sorry বেশ কটা ভুল রয়েছে বানানে । নতুন ল্যাপটপ। হাত এখনও সড়গড় হয় নি

  3. Hello this is kinda of off topic but I was wanting to
    know if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.

    I’m starting a blog soon but have no coding experience
    so I wanted to get advice from someone with experience.
    Any help would be greatly appreciated!

  4. I am curious to find out what blog system you have been utilizing?

    I’m having some small security problems with my latest site and I would like to find something more safeguarded.

    Do you have any recommendations?

  5. Hi there! This article could not be written much better!
    Going through this post reminds me of my previous roommate!

    He constantly kept talking about this. I will forward this article to him.
    Pretty sure he’s going to have a great read. Thanks for sharing!

  6. Yesterday, while I was at work, my sister stole my iPad and tested to see
    if it can survive a thirty foot drop, just so she can be
    a youtube sensation. My iPad is now broken and she has 83 views.
    I know this is completely off topic but I had to share it with someone!

  7. You could definitely see your skills within the article you write.
    The arena hopes for even more passionate writers such as
    you who are not afraid to say how they believe.
    At all times follow your heart.

  8. naturally like your web site but you need to take a look at the spelling on quite a few of your posts.
    Several of them are rife with spelling problems and I in finding it very troublesome
    to inform the reality nevertheless I’ll definitely
    come again again.

  9. Wonderful blog! Do you have any suggestions for aspiring writers?
    I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything.
    Would you propose starting with a free platform like WordPress or go
    for a paid option? There are so many choices out there that
    I’m completely confused .. Any ideas? Thank you!

  10. I have to thank you for the efforts you’ve put in penning this website.
    I’m hoping to see the same high-grade blog posts by you later on as well.
    In fact, your creative writing abilities has motivated me to get my own blog now 😉

  11. It’s the best time to make some plans for the longer
    term and it’s time to be happy. I have read this publish
    and if I may just I wish to counsel you some fascinating issues or advice.

    Perhaps you can write next articles referring to this article.
    I wish to read even more issues approximately it!

  12. Wonderful goods from you, man. I’ve understand your stuff
    prior to and you’re simply extremely fantastic.
    I actually like what you’ve received right here,
    really like what you’re stating and the way in which by which you are saying it.
    You make it enjoyable and you still care for to stay it sensible.

    I cant wait to read far more from you. This is actually
    a tremendous site.

  13. Hi there! Quick question that’s entirely off topic.
    Do you know how to make your site mobile friendly? My web site looks weird when browsing from my iphone4.
    I’m trying to find a theme or plugin that might
    be able to resolve this problem. If you have any suggestions,
    please share. Cheers!

  14. Hello there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this website?
    I’m getting sick and tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform.
    I would be awesome if you could point me in the direction of a good platform.

  15. Howdy just wanted to give you a quick heads
    up. The text in your post seem to be running off
    the screen in Opera. I’m not sure if this is a format issue or
    something to do with internet browser compatibility but I figured I’d post to let you know.
    The layout look great though! Hope you get the issue solved soon. Many thanks

  16. Howdy, There’s no doubt that your site might be having internet browser compatibility issues.
    Whenever I look at your blog in Safari, it looks fine but when opening in IE, it’s
    got some overlapping issues. I merely wanted to
    give you a quick heads up! Besides that, fantastic blog!

  17. Hey there! I just wanted to ask if you ever have any issues with hackers?
    My last blog (wordpress) was hacked and I ended up losing a few months of hard
    work due to no data backup. Do you have any solutions
    to protect against hackers?

  18. Can I simply say what a comfort to find a person that
    truly knows what they’re discussing on the web. You actually know
    how to bring a problem to light and make it important.
    More and more people ought to look at this and
    understand this side of the story. It’s surprising you are not more popular because you definitely
    have the gift.

  19. Awesome blog! Do you have any helpful hints for aspiring writers?
    I’m hoping to start my own site soon but I’m a little lost on everything.
    Would you advise starting with a free platform like WordPress or go
    for a paid option? There are so many options out there that I’m totally confused ..

    Any ideas? Kudos!

  20. wonderful submit, very informative. I’m wondering why the opposite experts of this sector do not notice this.

    You must proceed your writing. I am sure, you’ve a great readers’ base already!

  21. Hi this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
    I’m starting a blog soon but have no coding expertise so I wanted to get advice from someone with experience.
    Any help would be greatly appreciated!

  22. Greetings from Colorado! I’m bored to death at work so I decided to browse
    your site on my iphone during lunch break.
    I love the information you provide here and can’t wait to take a look when I get
    home. I’m shocked at how fast your blog loaded on my phone ..
    I’m not even using WIFI, just 3G .. Anyways, good blog!

  23. Wow that was strange. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t appear.

    Grrrr… well I’m not writing all that over again.
    Regardless, just wanted to say great blog!

  24. Hmm it appears like your website ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it
    up what I had written and say, I’m thoroughly enjoying your blog.
    I too am an aspiring blog blogger but I’m still new to the whole thing.
    Do you have any tips and hints for newbie blog writers? I’d definitely appreciate it.

  25. Hey I know this is off topic but I was wondering
    if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with
    something like this. Please let me know if you run into anything.
    I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  26. I loved as much as you will receive carried out right here.
    The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get got an impatience
    over that you wish be delivering the following. unwell unquestionably come
    further formerly again as exactly the same nearly very
    often inside case you shield this increase.

  27. Hey! This is my 1st comment here so I just wanted to give a quick shout
    out and tell you I really enjoy reading your blog posts.

    Can you suggest any other blogs/websites/forums that go
    over the same topics? Appreciate it!

  28. Oh my goodness! Incredible article dude! Thanks, However I am having issues with your RSS.

    I don’t understand why I am unable to join it.
    Is there anyone else getting identical RSS issues? Anyone that knows the answer will you kindly respond?
    Thanx!!

  29. Admiring the time and energy you put into your website and in depth information you offer.
    It’s awesome to come across a blog every once in a while that isn’t the
    same unwanted rehashed material. Great read!
    I’ve saved your site and I’m adding your RSS feeds to my Google account.

  30. Hello there, just became aware of your blog through Google, and found that it is truly informative.I’m going to watch out for brussels. I will be grateful if youcontinue this in future. Numerous people will be benefited from your writing.Cheers!

  31. Im impressed. I dont think Ive met anyone who knows as much about this subject as you do. Youre truly well informed and very intelligent. You wrote something that people could understand and made the subject intriguing for everyone. Really, great blog youve got here.

  32. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is required to
    get setup? I’m assuming having a blog like yours would cost a pretty
    penny? I’m not very internet smart so I’m not 100% sure.
    Any tips or advice would be greatly appreciated. Cheers

  33. fantastic put up, very informative. I ponder why the other experts of this sector do not realize this.
    You should proceed your writing. I am confident, you have a great readers’ base already!

  34. A fascinating discussion is worth comment. I do believe
    that you ought to write more on this topic, it might not be a
    taboo subject but usually folks don’t speak about such topics.
    To the next! All the best!!

  35. You can definitely see your enthusiasm in the article you write.

    The arena hopes for even more passionate writers such as
    you who aren’t afraid to mention how they believe.
    At all times follow your heart.

  36. It’s perfect time to make a few plans for the future and it’s time to be happy.
    I have learn this submit and if I could I desire to counsel you some attention-grabbing things or advice.
    Perhaps you could write next articles regarding this article.
    I desire to learn more issues approximately it!

  37. I think this is among the most vital information for me.
    And i’m glad reading your article. But should remark on few general things, The
    website style is great, the articles is really nice :
    D. Good job, cheers

  38. I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty.
    You are wonderful! Thanks!

  39. What’s Going down i’m new to this, I stumbled upon this I have
    found It absolutely useful and it has helped me out
    loads. I’m hoping to give a contribution & aid other customers like its helped me.
    Great job.

  40. Aw, this was an extremely nice post. Taking a few minutes and
    actual effort to make a superb article… but what can I say… I hesitate a lot and don’t manage to get nearly anything done.

  41. Very nice post. I just stumbled upon your blog
    and wished to say that I’ve truly enjoyed surfing around your blog posts.
    In any case I will be subscribing to your feed and I hope you write again very soon!

  42. Hi there! I know this is kind of off topic but I was wondering if you
    knew where I could locate a captcha plugin for my comment form?
    I’m using the same blog platform as yours and I’m having trouble finding one?
    Thanks a lot!

  43. Simply want to say your article is as amazing. The clearness for your put up is just
    spectacular and that i could suppose you’re an expert in this subject.
    Well together with your permission let me to seize your feed to keep updated with coming near
    near post. Thanks 1,000,000 and please keep up the enjoyable work.

  44. hey there and thank you for your information –
    I have definitely picked up something new from right here.
    I did however expertise a few technical issues using this site, since I experienced to reload
    the site lots of times previous to I could get
    it to load correctly. I had been wondering if your hosting is
    OK? Not that I am complaining, but slow loading instances times will often affect
    your placement in google and could damage your high-quality score if ads and marketing with Adwords.
    Anyway I am adding this RSS to my e-mail and could look out for a lot
    more of your respective intriguing content. Make sure you update this again soon.

  45. I blog often and I seriously thank you for your content.
    The article has truly peaked my interest. I am going to take a note of your website and keep checking for new details about once
    a week. I subscribed to your RSS feed too.

  46. With havin so much content do you ever run into any issues
    of plagorism or copyright violation? My blog has a lot of unique content I’ve either created myself or outsourced but
    it seems a lot of it is popping it up all over
    the web without my agreement. Do you know any solutions to
    help stop content from being ripped off? I’d certainly appreciate it.

  47. Yesterday, while I was at work, my cousin stole
    my apple ipad and tested to see if it can survive a twenty five foot drop, just
    so she can be a youtube sensation. My iPad is now broken and
    she has 83 views. I know this is totally off topic but I
    had to share it with someone!

  48. Greetings! I’ve been reading your site for some time now and
    finally got the bravery to go ahead and give you a
    shout out from Lubbock Tx! Just wanted to tell you keep up the great job!

  49. Your thing regarding creating will be practically nothing in short supply of awesome. This informative article is incredibly useful and contains offered myself a better solution to be able to my own issues. Which can be the specific purpose MY PARTNER AND I has been doing a search online. I am advocating this informative article with a good friend. I know they are going to get the write-up since beneficial as i would. Yet again many thanks.

  50. Oh my goodness! Awesome article dude! Thanks, However I am having issues with your RSS.
    I don’t understand why I cannot join it. Is there anyone else having identical
    RSS problems? Anyone who knows the answer will you kindly respond?
    Thanks!!

  51. An interesting discussion is definitely worth comment.

    There’s no doubt that that you ought to write more about this subject matter, it may not
    be a taboo subject but usually folks don’t talk about these issues.
    To the next! Kind regards!!

  52. I really like your blog.. very nice colors & theme.

    Did you make this website yourself or did you hire
    someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and
    would like to find out where u got this from. kudos

  53. I was wondering if you ever thought of changing the page layout of your
    site? Its very well written; I love what youve got to say.
    But maybe you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having 1 or 2 images.
    Maybe you could space it out better?

  54. Pretty section of content. I just stumbled upon your site and in accession capital to assert that I get actually enjoyed account your
    blog posts. Anyway I will be subscribing to your feeds and even I achievement
    you access consistently quickly.

  55. of course like your web-site however you have to take a look at the spelling on several of your
    posts. Many of them are rife with spelling problems and I to find it very bothersome to inform the reality then again I’ll certainly come back again.