ধীরে ধীরে গভীর ঘুমে বন্ধ হচ্ছে তোমার দুচোখ
আর চারপাশে আলোকলতা ঢেকে দিচ্ছে জ্যোৎস্নার মুখ
তার শাখায় প্রশাখায় ফুটে উঠছে স্মৃতি
পাখিপাহাড়ের সেইসব আশ্চর্য জীবন্ত পাখি
কথা বলছে...
দ্বিপাক্ষিক টান, কয়েকটা আঁচড়
কিছুটা সুন্দর মুহূর্তের কারণে
যখন চলেই এসেছ,
তখন তোমাকে ভোগ করতে হবে।
তোমাকে ভোগ করতেই হবে
তোমাকে ছুঁয়ে দেখতে হবে,
সাত রঙের জীবন।
সে ভোগে হয়তো থাকবে...