আতিথ্য চর্যা: শ্যামশ্রী রায় কর্মকার

0
114

ঠেলা নিয়ে হাঁক দেয় যে নাঙা কাবাড়ি
তার সঙ্গে সাঙা হলে সুখে থাকা দায়
সূর্য জলে ধোয় পুন্না, রঙের খোঁয়ারি
ঝেড়েঝুড়ে ভোরবেলা আকাশে টাঙায়

সংসার সহজ বড়, সংসার কঠিন
কাবাড়ি যে কিনে ফেরে টুটাফুটা মন
বউটি ঝালাই জানে, অগ্নিদাহে সেঁকে
বিধিমতে সারানোর করে আয়োজন

পদ্মাসনোস্থিত যোগী, দেহপদ্ম নিয়ে
রোজ ভেসে থাকে কন্যা বিবাহের জলে
আশহর দুঃখ কাঁধে কেউ ঘরে এলে
পিঁড়ি পেতে পাতে স্নেহ বেড়ে দেয়, বলে-

আকণ্ঠ যে ডুবেছিলে, আকণ্ঠ মরেছ
মরণের দেহদ্বারে পেয়েছ কি দিশে?
তার সঙ্গে দেখা হয় মনভাঙা ছেলে?
পাগল ঘুমিয়ে সুস্থ, তুমি সুস্থ কীসে?

ধর্মের মেরুকরণ, প্রেমে প্রতারণা
এই তো জীবন চর্যা, বেঁচে থাকা ছল
জীবন উদ্ধার হয় যদি বা মরণে
মরণ উদ্ধার হবে কীসে, সখা বল

নগর-বাহিরে কুঁড়ে, বিবিধ বন্ধন
ছেড়ে আসা মিয়াঁবিবি সাজায় সংসার
সন্তানের দেহ স্থূল, দারিদ্র্য মূষিক
ছেলের দু’হাতে সিদ্ধি, বাপের টংকার