মণিদীপা বিশ্বাস কীর্তনিয়ার কবিতা

0
296
Manidipa Biswas Kirtaniya

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া (Manidipa Biswas Kirtaniya)

স্পর্শ স্বর

সা লাগাও ফিরসে
মাথার ভেতর ফিসফিস করে কে
গাছের অন্ধকারে জমে থাকে লয়
ক্ষত থেকে শাদারঙ আখর গড়ায়
সুরের ভঙ্গি.. তবে সুর ঠিক নয়
চাকলা ওঠা কাটা দাগ যতটা গভীর
জমাট আঠায় কোঁকড়ানো আর্তনাদ
যতদূর বয়ে নিতে পারো খালি পায়
মরা গান কাঁধে অন্ধ বেহালা ততদূর সুর নিয়ে যায়
ঘোলা লাগে জোছনা ও ধুলোর স্তর
বিলম্বিতে ছুঁয়ে থাকা গর্ভকেশরে ঠোঁট
সা লাগাও সমে স্পর্শ স্বর তখনও বোঝায়
মুখরায় ফিরে এসো নিষাদের ছুটে যাওয়া তীর
ক্ষত দিক নিঃশ্বাসে গমকের দ্রুত ছুটতান
ক্ষরণের সন্ন্যাস তুলে নাও আরও ধৈবতে
সা লাগাও মন কোমল না হয় যেন মধ্যমে গান …