সবর্না চট্টোপাধ্যায়

7289
22307


সবর্না চট্টোপাধ্যায়

প্রকাশিত বই ‘চারদেওয়ালি চুপকথারা’।
বিভিন্ন পত্র-পত্রিকায়, দৈনিক এবং ওয়েব ম্যাগাজিনে লেখালিখি।
প্রবন্ধ লেখেন বিভিন্ন বিষয়ে।
কিশোর সাহিত্যে আগ্রহ রয়েছে।

দেশলাই

১.
পলকা টোকায় ভেঙে গেল জলের পাঁচিল…
দুটো পা বালির ভেতর।
পাড় ভাঙছে হুড়মুড় করে…

যে চোখ স্তব্ধতায়, অস্থির…
আবার একবার সতীদাহ। গভীর খাদে একসঙ্গে ঝাঁপ…

২.
কত পথ হেঁটেছে একা সময়। কেঁদেছে আড়াল!
ক্ষয়ে গেছে হাড়। মৃত শব্দের যন্ত্রণায় কাঁথা সেলাইয়ে মন বসিয়েছি।
জোর করে পুঁতে রেখেছি গাছ, ফ্ল্যাটের বারান্দায়।
অথচ কোথাও তো তারা বয়ে বেড়াচ্ছিল আমারই মৃত্যু!

৩.
যে অক্ষর গলা টিপে ধরেছিল, খুলে গেছে তার অপলকা গিঁট। হঠাৎ এক ফুঁ…
জ্বলে ওঠে মোম…
শিহরণে নিস্তেজ হতে হতে জন্ম হল, মুহূর্ত।

৪.
একটা দমকা হাওয়া উড়িয়ে নিল ছাই।
একেই কি ভালোবাসা বলো?

তবে যে আগুন জ্বলছে পথের দু’পাশে?

আমাদেরই ফেলে আসা দুটো

দেশলাই বাক্সে!

7289 COMMENTS