সৈকত ঘোষরূপকথা নয়ঘটনাটা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে,পৃথিবীর সব সম্পর্ক একটা জায়গায় এসে শেষ হয়নিজেকে গোপন করলেঅনুশোচনা বাড়ে মাত্রঘটনাটা এভাবে ব্যাখ্যা করা যেতে পারেজোয়ারের পর যেমন ভাঁটা আসেতেমনি তোমার লাবন্য খুঁজিদীর্ঘ বৃষ্টির পরসিনেমা থেকে উঠে আসা চরিত্রগুলো ঘুরপাক খায়আমি জীবিত,মৃত্যু লিখি ...জরাসন্ধের বিছানাভূ-ত্বকের নীচে ক্রমাগত বিস্তার পাচ্ছে অধিকারবোধআমাদের জামাগুলো...
অমিতকুমার বিশ্বাসগানসমস্তদিনের শেষে গান এলেরক্ত ছলকে ওঠে ঢেউএক-একটা ঢেউ ক্রমশ ভাসিয়ে নেয়... হলুদ বিকেল...পোড়া বাঁশি....আর আমার কিশোরী মায়ের স্বরলিপির ছেঁড়া খাতাদিগন্ত পেরিয়ে যখন গান আসেএকটু- একটু ভিজতে থাকি আমিভিজে যায় সংকীর্ণ সাঁকো,মৃতগাছঈশ্বরীর প্রতিশুনছো?পালক ঝরছেধোঁয়া-ওঠা তপ্ত সাদাভাতের মতোশুশ্রুষাময় পালক ঝরে পড়ছে হেমন্তভোরে।কেউ কি অাসবে?কালো চিতার মতো রোমশ অন্ধকার ক্রমশ গিলে...