








Previous
Next
বাংলা কবিতা
বিকাশ দাশ
আবির্ভাব ভট্টাচার্য
সুদীপ বসু
তুষার কবির
সুপ্রভাত মুখোপাধ্যায়
তাপস চক্রবর্তী
ভারতীয় কবিতা
রূপা ভবানী
ভারাভারা রাও
নীলিম কুমার
অশ্বিনী কুমার
ভারভারা রাও
অভিমণ্যু কুমার
বিদেশি কবিতার অনুবাদ
পাবলো নেরুদা
অ্যালেন গিন্সবার্গ
ব্রাইটেন ব্রাইটেনবাখ
অ্যান কারসন
চার্লস সিমিক
গীতা ত্রিপাঠী
এখনই চিন্তা হয় বাংলা নিয়ে।
ভবিষ্যতের বাংলা আমার কাছে নাইটমেয়ার। কী যে তার চেহারা দাঁড়াবে আমি জানি না। ২৫ কোটি লোক বাংলা বলতে পারে। বলে না।
আধ ঘণ্টা দূরে বাংলাদেশ। সেখানেও অবস্থা খারাপের দিকে। বাংলা পৃথিবীর পাঁচ নম্বর ভাষা। তবু বাঙালিরাই বাংলাকে পাত্তা দেয় না। চাকর বাকরের ভাষা মনে করে। ছেলেময়েকে ইংরেজি ধরিয়ে দিয়ে নিজেদের অভিজাত ভাবে। বাংলা সাহিত্য তার জায়গা হারাচ্ছে। দ্রুত। কুড়ি বছর বাদে বাংলা সাহিত্য লেখা হবে ইংরেজিতে। বাংলা কবিতা নিয়ে আমার সে রকম কোন মাথাব্যথা নেই। বাংলা কবিতা লেখে গরিব ছেলেমেয়েরা। তাঁরা লিখে যাবেন। তাঁদের মাতৃভাষা ছাড়া কোন বিকল্প নেই। গরিব কবিরাই হয়ত বাংলা ভাষার শেষ রক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকবেন। তাঁদের পাশ কাটিয়ে সবাই চলে যাবেন, দু-দণ্ড তাকিয়েও দেখবেন না।
তবু আমরা প্রতিদিন ভাষানগর বের করার পরিকল্পনা করেছি। সেটা কীরকম? ডিজিটাল ভাষানগর শুরু হল আজ থেকে। মল্লিকার জন্মদিনকে মনে রেখে। আজ থেকে প্রতিদিন। প্রতিদিন একটা না একটা নতুন লেখা পাবেন এখানে। একটা নতুন কবিতা হয়ত একটা নতুন অনুবাদ তা হতে পারে মণিপুর কিংবা মেক্সিকোর তরুণ কবির কবিতা। নতুন একটা গল্প কিম্বা নতুন একটা সাক্ষাৎকার অথবা গোলটেবিল। এবং মাঝে মাঝে ধাক্কা দেওয়া বিতর্ক।
ভাষানগর ২৮ বছর ধরে চলছে। আরও ২৮ বছর চলবে।